Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১২ ডিসেম্বর ২০২৫,   অগ্রাহায়ণ ২৮ ১৪৩২

তথ্য প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ১৫:২৪, ২৮ জানুয়ারি ২০২১

হোয়াইটঅ্যাপে যোগ হচ্ছে বায়োমেট্রিক সুবিধা

সংগৃহীত

সংগৃহীত

নিরাপত্তা ইস্যুতে ব্যবহারকারীর ওয়েব এবং ডেস্কটপ ভার্সনে বায়োমেট্রিক সুবিধা যোগ করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ।

হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা ফিঙ্গারপ্রিন্ট, ডেস্কটপ অথবা ওয়েবে ব্যবহারের সময় ফেইস আইডি অথবা আইরিশ স্ক্যান করতে পারবেন। 

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চ জানিয়েছে, ডেস্কটপ ভার্সনের নতুন লুকের অংশ হিসেবে এই ফিচার যোগ করছে হোয়াটসঅ্যাপ।

তবে চাইলে এটি ব্যবহার থেকে বিরতও থাকা যাবে। ডিভাইসের ওপর ভিত্তি করে লগইনের সময় ফিঙ্গারপ্রিন্ট, ফেইস আইডি অথবা আইরিশ আইডি ব্যবহার করতে হবে।

বর্তমানে ওয়েবে ব্যবহারের সময় কিউআর কোড স্ক্যান করতে হয়। নতুন ফিচার আসলে কিউআর-ও থাকবে। বায়োমেট্রিক হবে দ্বিতীয় ধাপের সুরক্ষা ব্যবস্থা।

হোয়াটসঅ্যাপ কয়েক বছর ধরেই নতুন-নতুন ফিচার নিয়ে কাজ করছে। সম্প্রতি তারা সমালোচনায় পড়ে ডেটা শেয়ার সংক্রান্ত শর্তে। ফেইসবুকের সঙ্গে ব্যবহারকারীর তথ্য শেয়ার করা হচ্ছে, এমন খবরে প্রায় ২০ লাখ মানুষ গত মাসে হোয়াটসঅ্যাপ ছেড়েছেন।

হোয়াটসঅ্যাপ বলছে, ‘এটি গুজব। ব্যবহারকারীর স্পর্শকাতর তথ্য আমরা নেই না। সুরক্ষা বাড়াতে চলতি বছরে আরও ফিচার যোগ করা হবে।’

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়