Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১২ ডিসেম্বর ২০২৫,   অগ্রাহায়ণ ২৮ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:৫৫, ৪ ফেব্রুয়ারি ২০২১

মিয়ানমারে ফেসবুক বন্ধ করলো সেনাবাহিনী

মিয়ানমারে সেনা অভ্যুত্থানের পর ক্ষমতা দখল করে আন্দোলন দমাতে ফেসবুকসহ কয়েকটি জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করার ঘোষণা দিয়েছে মিয়ানমার সেনাবাহিনী।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, পুলিশের পক্ষ থেকে সু চির নামে মামলা করার পর বৃহস্পতিবার ফেসবুক বন্ধের ঘোষণা দেয়া হয়। ‘অবৈধভাবে’ যোগাযোগ প্রযুক্তি কেনার অভিযোগ আনা হয়েছে সু চির বিরুদ্ধে।

এদিকে মিয়ানমারের রাজনৈতিক দলগুলো ফেসবুকে খুব সক্রিয়। অনলাইনে প্রচার-প্রচারণা চালাতে এটিই তাদের অন্যতম ভরসা।

আর সেনাবাহিনীর পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে, ‘যারা দেশকে অস্থিতিশীল করতে চায়, এই মুহূর্তে তারা ফেসবুকে গুজব ছড়াচ্ছে।’ এর আগে গত সোমবার ভোরে অং সান সু চিকে গ্রেপ্তার করা হয়। তাকে এখন রিমান্ডে পাঠিয়েছে মিয়ানমার সেনাবাহিনী।

২০২০ সালের ৮ নভেম্বর মিয়ানমারের সাধারণ নির্বাচনে ব্যাপক ভোট জালিয়াতি হয়েছে দাবি করে সোমবার নতুন সংসদ অধিবেশন স্থগিত করে সামরিক বাহিনী। তবে গত সপ্তাহে সেনাবাহিনীর এ অভিযোগ প্রত্যাখ্যান করে ইউনিয়ন নির্বাচন কমিশন।

ইতিমধ্যে সু চি সরকারের মন্ত্রীদের বরখাস্ত করে নতুন সরকার ঘোষণা করেছে মিয়ানমারের সেনাবাহিনী। অভ্যুত্থানের অল্প সময়ের পর একজন সাবেক জেনারেলকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়।

আইনিউজ/এইচএ

 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়