Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৬ অক্টোবর ২০২৫,   কার্তিক ১১ ১৪৩২

তথ্য প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ১৪:১০, ৬ ফেব্রুয়ারি ২০২১
আপডেট: ১৪:১০, ৬ ফেব্রুয়ারি ২০২১

এবার টুইটার-ইনস্টাগ্রাম বন্ধ হলো মিয়ানমারে

ফাইল ছবি

ফাইল ছবি

সেনা অভ্যুত্থানের পর আন্দোলন দমন করতে মিয়ানমারে দুইদিন আগে ফেসবুক বন্ধ করেছিল কর্তৃপক্ষ। কিন্তু ফেসবুক বন্ধের পর দেশবাসী টুইটার এবং ইনস্টাগ্রামে সক্রিয় হয়ে পড়েন। এই দুটি প্লাটফর্মেই অভ্যুত্থানের বিরোধিতা করে তারা তাদের মতামত প্রকাশ করছিলেন। এরপর শুক্রবার (৫ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাত ১০টা থেকে টুইটার ও ইনস্টাগ্রামে আর ঢোকা যায়নি।

দেশটির প্রধান ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান টেলিনর জানিয়েছে ‘পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত’ গ্রাহকদের টুইটার এবং ইনস্টাগ্রামে ঢোকা থেকে বিরত রাখতে বলা হয়েছে।

টুইটার ও ইনস্টাগ্রাম বন্ধের বিষয়ে অভ্যুত্থানের নেতারা কোনো মন্তব্য করেননি। এএফপি জানিয়েছে, মন্ত্রণালয়ের অসমর্থিত একটি নথিতে বলা হয়েছে, টুইটার ও ইনস্টাগ্রাম ব্যবহার করে ‘সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে’।

মিয়ানমারের প্রধানমন্ত্রী সু চিসহ অন্যান্য নেতাদের আটক করার কারণে সাধারণ জনগণ বিক্ষোভে নেমেছেন। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকরা ইয়াঙ্গুনে জড়ো হয়ে বিক্ষোভ দেখান এবং অং সাং সু চির পক্ষে স্লোগান দেন। 

২০২০ সালের ৮ নভেম্বর মিয়ানমারের সাধারণ নির্বাচনে ব্যাপক ভোট জালিয়াতি হয়েছে দাবি করে সোমবার নতুন সংসদ অধিবেশন স্থগিত করে সামরিক বাহিনী। তবে গত সপ্তাহে সেনাবাহিনীর এ অভিযোগ প্রত্যাখ্যান করে ইউনিয়ন নির্বাচন কমিশন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়