Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০৩ জুলাই ২০২৫,   আষাঢ় ১৯ ১৪৩২

তথ্য প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ২২:১৪, ১১ ফেব্রুয়ারি ২০২১

৩২৭ কোটি জিমেইল ব্যবহারকারীর তথ্য হ্যাকারদের হাতে!

ফাইল ছবি

ফাইল ছবি

সবচেয়ে বড় সাইবার আক্রমণের শিকার হয়েছে বিশ্ব। জিমেইল এবং হটমেইল মিলিয়ে প্রায় ৩২৭ কোটি ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য (ইউজার নেম, পাসওয়ার্ড) চলে গেছে হ্যাকারদের হাতে। এমনটাই দাবি করে এক রিপোর্ট প্রকাশ করেছে ‘সাইবারনিউজ’‌।

মেইলের সঙ্গে নেটফ্লিক্স ও বিটকয়েনসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটের অ্যাকাউন্ট যুক্ত থাকে। তাই ধারণা করা হচ্ছে, মেইলের পাসওয়ার্ড ব্যবহার করে সেই সমস্ত অ্যাকাউন্ট থেকেও তথ্য হাতানো হতে পারে। 

এর পাশাপাশি ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে জিমেইলের অ্যাকাউন্ট যুক্ত থাকে। ফলে ওই ৩২৭ কোটি ব্যবহারকারীর বহু গোপন নথি হাতিয়ে নেয়ার সম্ভাবনা জেগে উঠেছে।

বিশেষজ্ঞদের বলছেন, হ্যাকারদের আক্রমণ থেকে বাঁচতে শীঘ্রই বদলে ফেলা উচিত পাসওয়ার্ড। বড়-ছোট অক্ষর, সিম্বল, নম্বরসহ আরও শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।  

এর আগে ২০১৭ সালেও এই একই ধরনের সাইবার হামলার ঘটনা ঘটেছিল। সেই সময় হাতিয়ে নেয়া হয়েছিল প্রায় ১৪০ কোটি ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য।

সূত্র: দ্য সান

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়