Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৬ অক্টোবর ২০২৫,   কার্তিক ১১ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:৩৯, ৭ মার্চ ২০২১
আপডেট: ১১:০৭, ৭ মার্চ ২০২১

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ গুগল প্লে-স্টোরে

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ গুগল প্লে-স্টোরে

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ গুগল প্লে-স্টোরে

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ সম্বলিত একটি অ্যাপ গুগল প্লে-স্টোরে যুক্ত হয়েছে। সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ (আইসিটি ডিভিশন) উদ্যোগে অ্যাপটি গুগল প্লে-স্টোরে যুক্ত করা হয়।

আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক রোববার (৭ মার্চ) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে অ্যাপটি শেয়ার করে লিখেছেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ বিশ্ব ইতিহাসে যুগসৃষ্টিকারী সেরা ভাষণগুলোর একটি। বাঙালির মুক্তির সড়ক নির্মাণে অনন্য-দূরদর্শী ভাষণ এটি। এ ভাষণে ভাব, ভাষা, শব্দ চয়ন মানব যোগাযোগের ক্ষেত্রে অবিস্মরণীয় উপাদানে পরিণত হয়েছে। প্রতিটি বাক্য প্রয়োগে উঠে এসেছে একটি জাতির ইতিহাস, আত্মনিয়ন্ত্রণ অধিকারের সংগ্রাম ও জাতিরাষ্ট্র প্রতিষ্ঠার কথা। রাজনীতির এ মহাকাব্যের বিশ্লেষণধর্মী অ্যাপ ডাউনলোড করুন গুগল প্লে স্টোর থেকে।’

7th March Speech Analysis নামে অ্যাপটি গুগল প্লে-স্টোর থেকে সংরক্ষণ (ডাউনলোড) করা যাবে সহজেই। এতে পাওয়া যাবে বঙ্গবন্ধুর সেই ভাষণ ও তার বিশ্লেষণ। যা এরইমধ্যে সংরক্ষণ করেছেন পাঁচ হাজারের বেশি মানুষ।

আইনিউজ/আরআর

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়