Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৬ অক্টোবর ২০২৫,   কার্তিক ১১ ১৪৩২

তথ্য প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ১৭:৫৩, ১৫ মার্চ ২০২১

এলো ইনস্টাগ্রাম লাইট, চলবে দুর্বল নেটওয়ার্কেও

সংগৃহীত

সংগৃহীত

বিশ্বের ১৭০ টি দেশে উন্মুক্ত করা হয়েছে ফটো শেয়ারিং অ্যাপ ইনস্টাগ্রাম লাইট অ্যাপ। এর ফলে গ্রাহকরা মাত্র হ্যান্ডসেটে কম স্টোরেজ এবং দুর্বল নেটওয়ার্ক নিয়েও ছবি শেয়ার করতে পারবেন। 

ফেসবুক কর্মকর্তাদের সার্বিক তত্ত্বাবধানে ইনস্টাগ্রাম লাইট অ্যাপটি পরিমার্জন করা হয়েছে। মাত্র দুই মেগাবাইটের এই অ্যাপ দিয়ে অনেক সহজেই ছবি শেয়ার দেয়া যাবে।

সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফেসবুক জানায়,  বিশ্বের ১৭০টি দেশে ইনস্টাগ্রাম লাইট উন্মুক্ত করা হয়েছে। এ দেশগুলোর তালিকায় আছে বাংলাদেশও।

ফেসবুক জানায়, প্রতিষ্ঠানটির একদল কর্মী করোনার মধ্যে ইনস্টাগ্রামের লাইট বা হালকা সংস্করণের অ্যাপের প্রয়োজনীয়তা অনুভব করেন। যেসব স্থানে ইন্টারনেটের গতি কম, সেখান থেকেও ব্যবহারকারীরা যেন সব ধরনের ফিচার ব্যবহার করতে পারেন সে উদ্দেশ্য থেকেই এর উৎপত্তি।

ইনস্টাগ্রাম লাইট বর্তমানে শুধু অ্যান্ড্রয়েড ভিত্তিক স্মার্টফোন ব্যবহারকারীরা গুগল প্লে-স্টোর থেকে  ডাউনলোড করতে পারবেন। হ্যান্ডসেটে কম স্টোরেজ এবং দুর্বল ইন্টারনেট সংযোগ নিয়েও এর বেশ কিছু আকর্ষণীয় ফিচার এতে ব্যবহার করা যাবে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়