Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৬ অক্টোবর ২০২৫,   কার্তিক ১১ ১৪৩২

তথ্য প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ২৩:৫৮, ২২ মার্চ ২০২১
আপডেট: ০০:০২, ২৩ মার্চ ২০২১

‘তিন মাসে ১৩০ কোটি ফেক অ্যাকাউন্ট বন্ধ করেছে ফেসবুক’

ফাইল ছবি

ফাইল ছবি

করোনা মহামারীকালে তথ্য আদান-প্রদানের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে ইন্টারনেট। প্রতিদিনই বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্ত হচ্ছেন লাখ লাখ মানুষ। এর সাথে ছড়াচ্ছে ভুল তথ্য। পাশাপাশি বিভিন্ন অপরাধে ব্যবহৃত হচ্ছে ফেক (ভুয়া) অ্যাকাউন্ট । তাইতো এধরনের অ্যাকাউন্টের বিরুদ্ধে বেশ তৎপর হয়ে উঠেছে ফেসবুক, টুইটার।

ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, তিন মাসে ১৩০ কোটি ফেক (ভুয়া) অ্যাকাউন্ট বন্ধ করেছে। সেগুলো বন্ধ করা হয়েছে গত অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, প্ল্যাটফর্মটিতে গুজব বা যেকোনও ধরনের ভুল তথ্য প্রচার বন্ধে ৩৫ হাজারেরও বেশি কর্মী দিনরাত পরিশ্রম করছেন।

ফেসবুক জানিয়েছে, তারা স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ অনুসারে কোভিড-১৯ রোগ এবং ভ্যাকসিন-সম্পর্কিত ১ কোটি ২০ লাখের বেশি ভুয়া তথ্য সম্বলিত পোস্টও সরিয়েছে।

করোনা মহামারির মধ্যে ফেসবুক-টুইটারের মতো সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে ভ্যাকসিন-সম্পর্কিত অসংখ্য ভুয়া তথ্য ছড়িয়েছিল। এধরনের ভুয়া তথ্যের প্রচার বন্ধে ফেসবুকের মতো প্রযুক্তি প্ল্যাটফর্মগুলো কী ব্যবস্থা নিচ্ছে, সে বিষয়ে সম্প্রতি তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের জ্বালানি ও বাণিজ্য সংক্রান্ত একটি সংসদীয় কমিটি।

সূত্র: রয়টার্স

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়