Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৬ অক্টোবর ২০২৫,   কার্তিক ১১ ১৪৩২

তথ্য প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ২১:১৯, ২৭ মার্চ ২০২১
আপডেট: ২১:২০, ২৭ মার্চ ২০২১

বাংলাদেশে ফেসবুক-ম্যাসেঞ্জার ডাউন, যা বলল কর্তৃপক্ষ

ফাইল ছবি

ফাইল ছবি

বাংলাদেশে শুক্রবার (২৬ মার্চ) বিকেল থেকে ফেসবুক ও ম্যাসেঞ্জার ডাউন হয়ে আছে। এ নিয়ে শনিবার একটি বিবৃতি প্রকাশ করেছে ফেসবুক কর্তৃপক্ষ।

রয়টার্সের এক প্রতিবেদনে ফেসবুক জানিয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফর নিয়ে বিক্ষোভকারীদের বিরোধীতার মধ্যে ফেসবুক সেবা বিঘ্নিত হচ্ছে।

তারা বলছে, 'বাংলাদেশে ফেসবুক সীমিত করার বিষয়টি আমরা জানি। আমরা এটি বোঝার চেষ্টা করছি। সবাই যাতে দ্রুত পূর্ণ একসেস পায় সেজন্য আমরা কাজ করছি।'

উল্লেখ্য, নরেন্দ্র মোদির ঢাকায় আগমনের প্রতিবাদে ঢাকা, চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ হয়েছে। শুক্রবার মোদি বিরোধী বিক্ষোভে ৫ জনের মৃত্যু হয়েছে।

ফেসবুক বা মেসেঞ্জার ব্লক করে দেওয়া হয়েছে কি না এ বিষয়ে বাংলাদেশ সরকার কোনো মন্তব্য করেনি বলেও রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়।

রয়টার্স বলছে, এর আগে বিক্ষোভ দমাতে ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়াকে হাতিয়ার হিসেবে ব্যবহার করার নজির আছে।

এর আগে শুক্রবার বিকেল সাড়ে পাঁচটা থেকে ফেসবুক ও মেসেঞ্জার ব্যবহার করতে অসুবিধায় পড়েন ব্যবহারকারীরা।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়