Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৬ অক্টোবর ২০২৫,   কার্তিক ১১ ১৪৩২

তথ্য-প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ২০:৩০, ২৯ মার্চ ২০২১
আপডেট: ২০:৩০, ২৯ মার্চ ২০২১

তিনদিন পর দেশে সচল হলো ফেসবুক

গত শুক্রবার (২৬ মার্চ) বিকেলের পর থেকে ফেসবুক ব্যবহারের করতে সমস্যায় পড়তে হয় বাংলাদেশের প্রায় সব ব্যবহারকারীদের। পরেরদিন শনিবার একই অবস্থা ছিল। অবস্থার উন্নতি হয়নি রোববারও।

সোমবার (২৯ মে) রাত সাড়ে ৭টার পর থেকে সহজেই ফেসবুকে প্রবেশ করা যাচ্ছে। একই সঙ্গে মেসেঞ্জারে কল এবং ছবি আদান প্রদান করা যাচ্ছে।

রোববার (২৮ মার্চ) এ বিষয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, 'আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরামর্শে ফেসবুক সেবা সীমিত আছে। এখনো যে অবস্থা আছে তাতে কখন ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হবে আমার তা জানা নেই। যে অবস্থা আজকেও গেছে, তাতে মনে হচ্ছে কিছুটা সময় হয়তো লাগতেও পারে'।

তিনি বলেন, 'রাষ্ট্রীয় নিরাপত্তা কিছু ব্যক্তিগত অসুবিধার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। প্রথম দিন তারা যে লাইভ অনুষ্ঠানগুলো করেছে, এগুলো ব্যাপক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ অন্যান্য সংস্থা যখন ভালো মনে করবে তখন ফেসবুক স্বাভাবিক হবে'।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়