Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৬ অক্টোবর ২০২৫,   কার্তিক ১১ ১৪৩২

তথ্য প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ১৭:১৮, ১০ এপ্রিল ২০২১
আপডেট: ১৭:১৯, ১০ এপ্রিল ২০২১

৫৩ কোটি ব্যবহারকারীর তথ্য ফাঁস, নোটিশ দেবে না ফেসবুক

ফাইল ছবি

ফাইল ছবি

সম্প্রতি ৫৩ কোটি ফেসবুক ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ফাঁস হয়েছে ইন্টারনেটে। প্রশ্ন উঠেছে, নিজের তথ্য ফাঁস হয়েছে কিনা, বা এ বিষয়ে ফেসবুক নোটিশ দেবে কিনা? এমন প্রশ্নের উত্তর দিয়েছে কর্তৃপক্ষ।

ফেসবুক তাদের এক ঘোষণায় জানিয়েছে, যাদের তথ্য ফাঁস হয়েছে, তাদেরকে কোনো নোটিফিকেশনের মাধ্যমে এ ব্যাপারে জানানোর কোনো পরিকল্পনা তাদের নেই।

মূলত ২০১৯ সালে তথ্য বেহাতের ঘটনাটি ঘটে। তবে এসব তথ্য হ্যাকার গোষ্ঠী অনলাইনে উন্মুক্ত করেছে সম্প্রতি। ফেসবুক ব্যবহারকারীর আইডি, ব্যক্তিগত তথ্য (জন্ম তারিখ, লিঙ্গ, বৈবাহিক অবস্থা, অবস্থানের ঠিকানা, পেশা), ফোন নম্বর ও ইমেইল একটি অনলাইন ডেটাবেজ প্লাটফর্মে প্রকাশিত হয়েছে।

ফেসবুকের দাবি, (এই হ্যাকিংয়ের ঘটনার পর) দেড় বছর আগেই নিরাপত্তার ফাঁকফোকরগুলো শনাক্ত করে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

ভুক্তভোগী ব্যবহারকারীদের সংখ্যার দিক থেকে দেশভেদে বাংলাদেশের অবস্থান ১১তম। এই ঘটনায় বাংলাদেশের ৩৮ লাখ ১৬ হাজার ৩৩৯ জনের তথ্য ফাঁস হয়েছে।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়