Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৬ অক্টোবর ২০২৫,   কার্তিক ১১ ১৪৩২

তথ্য-প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ২০:১৬, ২২ এপ্রিল ২০২১
আপডেট: ২০:১৬, ২২ এপ্রিল ২০২১

বিশ্ব ধরিত্রী দিবস

গুগল ডুডলে বৃক্ষায়নে ভরে উঠছে সবুজ পৃথিবী

ধরিত্রী দিবসে গুগলের বিশেষ ডুডল

ধরিত্রী দিবসে গুগলের বিশেষ ডুডল

বিশ্ব ধরিত্রী দিবস আজ। এই উপলক্ষে সার্চইঞ্জিন জায়ান্ট গুগল অ্যানিমেটেড বিশেষ ডুডল প্রকাশ করেছে।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) এই দিবসের প্রথম প্রহর থেকেই দেখা যাচ্ছে গুগলের এই ডুডল। ‘বিশ্ব ধরিত্রী দিবস’র শুভেচ্ছা হিসেবে এ ডুডল দেখতে পাচ্ছেন ব্যবহারকারীরা।

কীভাবে একে অপরের হাতে হাত রেখে ধরিত্রীর জন্য উজ্জ্বল ভবিষ্যৎ গড়ব এমন ভিডিও ডুডল প্রকাশ করেছে গুগল। ডুডলটিতে ক্লিক করলে একটি ভিডিও চালু হয়। এতে একজন নারী একটি চারাগাছ রোপণ করছেন। বয়সের সঙ্গে তিনি বার্ধক্যের দিকে এগিয়ে যাচ্ছেন আর চারাগাছটি একটি বিশাল বৃক্ষে পরিণত হচ্ছে। এরপর ওই নারী তার পরবর্তী প্রজন্মের একজন শিশুর কাছে আরেকটি চারাগাছ দিয়ে যাচ্ছেন। রোপণ করলে সেটিও একটি বিশাল বৃক্ষে পরিণত হচ্ছে। এভাবে প্রজন্ম থেকে প্রজন্মে চলতে চলতে এই পৃথিবী একসময় সবুজে ভরে উঠছে।

উল্লেখ্য, ১৯৭০ সাল থেকে বিশ্ব ধরিত্রী দিবস পালন করা শুরু হয়। পরিবেশ সুরক্ষাসহ জলবায়ু পরিবর্তন রোধ, বৃক্ষরোপন ইত্যাদি বিষয়ে উদ্বুধকরণই এই দিবসের উদ্দেশ্য।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়