Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৬ অক্টোবর ২০২৫,   কার্তিক ১১ ১৪৩২

তথ্য প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ২২:০৯, ২৮ মে ২০২১
আপডেট: ১২:৫৬, ২৯ মে ২০২১

স্বাভাবিক গতিতে ফিরেছে ইন্টারনেট

কক্সবাজারে ভূ-গর্ভস্থ ক্যাবলের মেরামত কাজ সম্পন্ন হয়েছে। ফলে দেশে স্বাভাবিক গতিতে ফিরেছে ইন্টারনেট।

ইন্টারন্যাশনাল ইন্টারেনট গেটওয়ে-আইআইজি ফোরামের সাধারণ সম্পাদক আহমেদ জুনায়েদ গণমাধ্যমকর্মীদের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘শুক্রবার সন্ধ্যা ৬টা ৪৪ মিনিটে সাবমেরিন ক্যাবলের মেরামত কাজ শেষ হয়েছে। সন্ধ্যা ৭টা থেকে ক্যাবল সচল। তখন থেকেই ইন্টারনেট স্বাভাবিক গতিতে ফিরতে শুরু করে। আধাঘণ্টার মধ্যে গতি স্বাভাবিক হয়েছে।'

সম্প্রতি রাষ্ট্রীয় সংস্থা বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল) এক বিবৃতিতে জানায়, শুক্রবার দুপুর আড়াইটা থেকে রাত ১০টা পর্যন্ত ইন্টারনেটের ধীরগতি থাকবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংস্কার কাজ চলাকালে দুটি সাবমেরিন ক্যাবলের একটি পুরোপুরি অকার্যকর থাকবে। এ জন্য সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আন্তর্জাতিক টেরিস্ট্রিয়াল কেবল কোম্পানিগুলো ভারতের কাছ থেকে আন্তঃসীমান্ত ব্যান্ডউইথ কিনতে বাধ্য হতে পারে।

তবে বিএসসিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান বলেন, গ্রাহকরা খুব বেশি ভোগান্তিতে পড়বেন না। কারণ শুক্রবার ইন্টারনেট ব্যবহারকারীদের সংখ্যা কম থাকে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়