Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৬ অক্টোবর ২০২৫,   কার্তিক ১১ ১৪৩২

তথ্য প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ২৩:৫৩, ২৯ মে ২০২১
আপডেট: ১০:৪১, ৩০ মে ২০২১

স্মার্টফোনের চার্জ ধরে রাখার কৌশল

বর্তমান তথ্য প্রযুক্তির যুগে স্মার্টফোন প্রতিদিনের সঙ্গী। এটি ছাড়া আমাদের এক মুহূর্তও চলে না। অনেকের অভিযোগ ফোনের ব্যাটারির চার্জ দ্রুত শেষ হয়ে যায়। তবে একটু কৌশলী হলে অনেক সময় এ ঝামেলা এড়ানো সম্ভব।

সাধারণত ব্যাটারি যে কোম্পানির বা যে উপাদান দিয়েই তৈরি হোক না কেন, বানানোর দিন থেকে এর চার্জ ধারণক্ষমতা দিন দিন কমতে থাকে। কিন্তু স্মার্টফোনের চার্জ অধিক সময় ধরে রাখার কিছু কৌশল রয়েছে। আর সেগুলো হলো-

১. ব্রাইটনেস অটোম্যাটিকে রাখবেন না। অতিরিক্ত উজ্জ্বলতা অধিক পরিমানের ব্যাটারি খরচ করে। সেটা ম্যানুয়ালি যতটা সম্ভব কমিয়ে রাখুন। প্রয়োজনমাফিক বাড়িয়ে নেবেন ব্যবহারের সময়ে। 

২.  ফেসবুকের মতো ফোনের অন্য অ্যাপগুলোও ডার্ক মোডে রাখুন।

৩.  স্ক্রিন বন্ধ হওয়ার জন্য এক মিনিটেরও কম সময়সীমা দিন।

৪. কোনো লাইভ ওয়ালপেপার রাখবেন না।

৫. সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সব ধরণের নোটিফিকেশন বন্ধ রাখতে হবে। প্রয়োজনীয় সময় ছাড়া এগুলো বন্ধ রাখলে চার্জ ব্যয় হবে কম।

৬. মোবাইলে কল ও টেক্সট গ্রহণ করা যায় -এমন অবস্থায় রেখে সব সময় লক করে রাখতে হবে।

৭.  অনেকসময় কোনো অ্যাপ ব্যবহারের সময়ে লোকেশন অন করে তা অফ করা হয় না। এ বিষয়ে সতর্ক থাকুন।

৮. বহুদিন ব্যবহার করেন না এমন অ্যাপ ডিলিট করে দিন।

৯. ফোনের চার্জ একদম কমে ১০ শতাংশ হলে তবেই চার্জে বসান। ঘন ঘন চার্জ দিলে হিতে বিপরীত হয়। 

১০. অনেকগুলো কাজ একসঙ্গে করলে চার্জ বেশি যায়। এটি ব্যাটারি লাইফের জন্য ক্ষতিকর। যেমন, গান শোনার পাশাপাশি অনলাইন ব্যবহার করা। তাই এ বিষয়ে সতর্ক থাকতে হবে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়