Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২৫ অক্টোবর ২০২৫,   কার্তিক ১০ ১৪৩২

তথ্য-প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ১২:৪৪, ৩ জুন ২০২১
আপডেট: ১২:৫৯, ৪ জুন ২০২১

নিবন্ধনের আওতায় আনা হবে ফেসবুক-ইউটিউবকেও

ফেসবুক ও ইউটিউব (ছবি: অনলাইন)

ফেসবুক ও ইউটিউব (ছবি: অনলাইন)

এর আগে বাংলাদেশে ব্যবসা করার জন্য প্রযুক্তি জায়ান্ট গুগল ও ই-কমার্স সংস্থা অ্যামাজন নিবন্ধনভুক্ত হয়েছে। এরই মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে তাদের ব্যবসায়িক পরিচয় নম্বর (বিআইএন) পেয়েছে সংস্থা দুটি। এবার ফেসবুক ও ইউটিউবসহ সামাজিক যোগযোগমাধ্যমগুলোকে নিবন্ধনের আওতায় আনতে চায় সরকার।

একই সঙ্গে এসব প্রতিষ্ঠানের অফিস বাংলাদেশে খোলার বাধ্যবাধকতাও আরোপ করা হচ্ছে।

বুধবার (২ জুন) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে কমিটির সভাপতি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এ কথা জানান।

মন্ত্রী বলেন, কে কোথা থেকে কী করে, তা পাওয়া যায় না। একজনের দোষের কারণে পাঁচজন সমালোচিত হয় বা পাঁচজন ক্ষতিগ্রস্ত হয়। তাই রেজিস্ট্রেশন হলে অপরাধী জবাবদিহির মধ্যে আসবে।

মন্ত্রী বলেন, গুগল ও অ্যামাজন ইতিমধ্যে ভ্যাটের আওতায় এসেছে, রেজিস্ট্রেশন করেছে। অন্য যারা করেনি, সেগুলোও যাতে রেজিস্ট্রেশনের আওতা আসে, তা তারা চান। সবারই জবাবদিহি থাকুক। 

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়