Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২৫ অক্টোবর ২০২৫,   কার্তিক ১০ ১৪৩২

তথ্য প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ১৪:০৪, ৯ জুন ২০২১
আপডেট: ১৬:৫২, ৯ জুন ২০২১

ফ্ল্যাশ কল চালু করছে হোয়াটসঅ্যাপ

ফেসবুকের মালিকানাধীন মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। সবসময় গ্রাহকদের জন্য নিয়ে আসে নতুন নতুন ফিচার। এবারও যারা ভয়েস মেসেজে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন তাদের জন্য নিয়ে আসছে নতুন ফিচার।

বর্তমানে হোয়াটসঅ্যাপে যখন কোনো ব্যবহারকারী প্রথমবার লগ ইন করেন, তখন ডিভাইস ভেরিফিকেশনের জন্য একটি ৬ ডিজিটের কোড আসে। কিন্তু নেটওয়ার্ক প্রবলেম হলে সেই কোড রিসিভ করতে সমস্যা হতে পারে। এবার সেই সমস্যার সমাধান হচ্ছে।

ভেরিফিকেশনের জন্য ফ্ল্যাশ কল চালু করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। অর্থাৎ লগ-ইন করার সময়ে আপনার নম্বরে হোয়াটসঅ্যাপ থেকে একটি ফোন আসবে। আর তাতেই হয়ে যাবে ভেরিফিকেশন।

এরই মধ্যে জানা গেছে, একইসঙ্গে চারটি ডিভাইসে একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে। সেক্ষেত্রে নতুন এই ফিচার থাকলে বার বার ভেরিফিকেশনের প্রক্রিয়াটাও সহজ হবে বলে মনে করা হচ্ছে।

এর আগে হোয়াটসঅ্যাপ ওয়েবের জন্য ডেস্কটপ ভার্সনের সঙ্গে সঙ্গে ফোনেও ইন্টারনেট কানেকশান লাগতো। কিন্তু মাল্টি ডিভাইস সাপোর্ট চালু হলে, আলাদা আলাদাভাবে প্রতিটি ডিভাইসেই স্বাধীনভাবে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে। অনেকটা ফেসবুকের মেসেঞ্জারের মতোই।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়