Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২৫ অক্টোবর ২০২৫,   কার্তিক ১০ ১৪৩২

তথ্য-প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ১২:০৮, ১৭ জুন ২০২১
আপডেট: ১২:১৫, ১৭ জুন ২০২১

হোয়াটসঅ্যাপ মেসেজের অটো রিপ্লাই সেট করবেন যেভাবে

ব্যস্ততম সময়ে আপনার হোয়াটসঅ্যাপে প্রচুর মেসেজ আসে, সবগুলোর রিপ্লাই দিতে পারেন না। আবার আপনি ব্যস্ত না তবুও রিপ্লাই দিচ্ছেন না আলসেমি করে। এমন হাজারো সমস্যার সমাধান একটাই, অটোমেটেড রিপ্লাই সেট করে রাখা। 

আপনাকে কেউ কিছু জিজ্ঞেস করলে আপনার টাইপিং ছাড়া অটোমেটিক্যালিই তার কাছে উত্তর পৌঁছে যাবে। জেনে নিন কীভাবে এই সার্ভিস চালু করবেন।

হোয়াটসঅ্যাপ বিজনেস-এর মাধ্যমে 'অটো রিপ্লাই' করা সম্ভব। নির্দিষ্ট সময়ের বাইরে আপনাকে কেউ মেসেজ করলে তার কাছে নিজে থেকে রিপ্লাই চলে যাবে। আপনি নিজের সুবিধা মতো অটো রিপ্লাইয়ের জন্য কী মেসেজ যাবে এবং কখন যাবে, সেই সময়ও সেট করে দিতে পারবেন।

অটোরিপ্লাই চালু করতে নিচের ধাপগুলো ফলো করুন-

  • হোয়াটসঅ্যাপ ওপেন করে থ্রি ডট মেনু সিলেক্ট করুন।
  • এবার সেটিংস সিলেক্ট করে বিজনেস সেটিংস-এ ট্যাপ করুন।
  • তারপরে বেছে নিন এওয়ে মেসেজ।
  • এবার এবার সেন্ড এওয়ে মেসেজ-এর পাশে টগল বাটনটি এনাবল করে দিন।
  • মেসেজ সিলেক্টের পরে আপনার নিজের মেসেজ টাইপ করে ওকে অপশন বেছে নিন।
  • এই ধাপে মেসেজ শিডিউল করুন – অলওয়েজ সেন্ড, কাস্টম শিডিউল ও আইটসাইড অব বিজনেস আওয়ারস তিনটি অপশনের মধ্যে নিজের পছন্দের অপশন বেছে নিন।
  • সব শেষে কোনও গ্রাহককে অটো রিপ্লাই পাঠানো হবে তা বেছে নিন। এখানে এভরিওয়ান, এভরিওয়ান নট ইন অ্যাড্রেস বুক, এভরিওয়ানে এক্সেপ্ট, অনলি সেন্ড টু অপশনগুলো থেকে নিজের পছন্দের অপশন বেছে নিন।

তবে আপনার একাউন্ট যদি পার্সোনাল হয়ে থাকে তাহলে এই সুবিধা আপনি পাবেন না, তাই অটো রিপ্লাই চালু করতে আপনাকে বিজনেস একাউন্টে আসা লাগবে। 

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়