Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ২৪ অক্টোবর ২০২৫,   কার্তিক ৯ ১৪৩২

তথ্য প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ২১:২৭, ১১ জুলাই ২০২১
আপডেট: ২২:০৩, ১১ জুলাই ২০২১

আর্জেন্টিনার জয় উদযাপনে গুগল

সর্বশেষ ১৯৯৩ সালে কোপা আমেরিকার শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। অনেক চেষ্টা, অনেক কিছুর পর দীর্ঘ ২৮ বছরের অপেক্ষার অবসান ঘটেছে। ২০২১ সালের কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলের মাটিতে, ব্রাজিলের ঐতিহাসিক মারাকানায় ব্রাজিলকে হারিয়েছে আর্জেন্টিনা।

আর্জেটিনার এমন জয়ে পৃথিবীর কোটি দর্শক মেতে উঠেছে উৎসবে। শুধু তাই নয় মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল তাদের সার্চ ইঞ্জিনে আর্জেন্টিনার জয় উদযাপন করছে। 

 গুগল সার্চে ইংরেজিতে ‘কোপা আমেরিকা’ অথবা ‘আর্জেন্টিনা’ লিখে সার্চ দিলে ভার্চুয়াল আতশবাজি দেখানো হচ্ছে।

রোববার গুগলের সার্চ বক্সে শব্দগুলো লিখে দেখা গেছে প্রথমে ম্যাচের স্কোরবোর্ড আসছে। কয়েক সেকেন্ড পর ফুটছে আতশবাজি।

 ১৯৯৩ সালে আর্জেন্টিনা যখন কোপা আমেরিকার ট্রফি জেতে, তখন মেসির বয়স ছিল ছয় বছর। ​দীর্ঘ এই সময়ে ক্লাব ফুটবলে মেসি রীতিমতো অমরত্বের খেতাব পেলেও জাতীয় দলকে ট্রফি উপহার দিতে পারছিলেন না।

অবশেষে মেসি সেটি পেরেছেন। রোববার কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলকে ১-০ গোলে হারিয়েছে ম্যারাডোনার উত্তরসূরিরা। ম্যাচের একমাত্র গোলটি করেন ডি মারিয়া।

​ডি মারিয়া ফাইনালের নায়ক হলেও পুরো আসরে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন মেসি। আসরের সর্বোচ্চ ৪ গোল করেছেন তিনি। আসরের সর্বোচ্চ ৫ এসিস্টেও মেসির নাম। যার সুবাদে জিতেছেন সর্বোচ্চ গোলদাতার গোল্ডেন বুট ও সেরা খেলোয়াড়ের গোল্ডেন বল।

শুধু তাই নয়, অধিনায়ক হিসেবে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন প্রতিটি ম্যাচে এবং শিরোপা জেতার তাড়নায় পায়ের ইনজুরি নিয়েই খেলেছেন সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচটি। শেষপর্যন্ত চ্যাম্পিয়ন হয়েই থামিয়েছেন কোপা আমেরিকার যাত্রা।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়