Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ২৪ অক্টোবর ২০২৫,   কার্তিক ৮ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:৩১, ৩০ আগস্ট ২০২১
আপডেট: ২৩:৪৯, ৩০ আগস্ট ২০২১

ইভ্যালিতে আর থাকছেন না আরিফ আর হোসাইন

আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালিতে আর নেই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আরিফ আর হোসাইন। তিনি প্রতিষ্ঠানটির প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

আজ সোমবার (৩০ আগস্ট) রাতে তিনি বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

ইভ্যালির বর্তমান ইস্যুতে ভুক্তভোগী জনসাধারণের জন্য একজন সোশ্যাল ইনফ্লুয়েন্সার হিসেবে তার ব্যক্তিগত মতামত জানতে চাইলে তিনি ইভ্যালির সাথে আর নেই বলে জানান। তিনি বলেন, যেহেতু এই মুহুর্তে আমি ইভ্যালিতে নেই, তাই ইভ্যালি নিয়ে করা মন্তব্য ভুল হতে পারে।

ইভ্যালি সুত্রে জান যায়, গতবছরের শেষের দিকে প্রতিষ্ঠানটির প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) হিসেবে যোগ দেন তিনি। তবে কবে থেকে তিনি ইভ্যালি থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন সে বিষয়ে কিছু জানা যায়নি। এমনকি তাকে চাকরীচ্যুত করা হয়েছে নাকি তিনি অব্যাহতি নিয়েছেন সেই বিষয়েও কোন তথ্য পাওয়া যায়নি।

সামাজিক মাধ্যম ফেসবুকে প্রায় পৌনে ৫ লাখ ফলোয়ার সংবলিত এই আরিফ আর হোসেনের পুরো নাম শাহ্ মোহাম্মদ আরিফ রেজা হোসাইন। ফেসবুকে তিনি Arif R Hossain নামে পরিচিত। পেশায় সিভিল ইঞ্জিনিয়ার এই ব্যক্তি ১৯৯৭ সালে ঢাকার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে মাধ্যমিক এবং ১৯৯৯ সালে নটরডেম কলেজ থেকে উচ্চমাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়