Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ২৪ অক্টোবর ২০২৫,   কার্তিক ৮ ১৪৩২

তথ্য প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ২১:৪৫, ২ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ১১:১৭, ৩ সেপ্টেম্বর ২০২১

জাতীয় পরিচয়পত্র ছাড়া কেনা যাবে দুইটি সিম

মোবাইল সিম। ফাইল ছবি

মোবাইল সিম। ফাইল ছবি

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ছাড়া একজন গ্রাহক সর্বোচ্চ দুটি মোবাইল সিম কিনতে পারবেন। এক্ষেত্রে অন্য ডকুমেন্টস প্রদান করতে হবে। 

সম্প্রতি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এ সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) এ তথ্য জানান বিটিআরসির ভাইস চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র।

তিনি বলেন, মূলত অপরাধ দমন ও গ্রাহকদের সুনির্দিষ্ট করতে জাতীয় পরিচয়পত্র ছাড়া অন্য ডকুমেন্টস দিয়ে সর্বোচ্চ দুটি সিম কার্ড কিনতে নির্দেশ দেয়া হয়েছে।

এদিকে বিটিআরসির এক কর্মকর্তা জানান, অন্যান্য ডকুমেন্টস দিয়ে কেনা সিমগুলো পরবর্তী ছয় মাসের মধ্যে এনআইডির বিপরীতে নিবন্ধন করতে হবে। নিবন্ধন না করলে সেগুলো ব্লক করে দেওয়া হতে পারে।

উল্লেখ্য, একজন গ্রাহক ব্যক্তিগত ব্যবহারের জন্য তার জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) বিপরীতে সর্বোচ্চ ১৫টি সিম কিনতে পারেন বলে আগে সিদ্ধান্ত নিয়েছিল বিটিআরসি।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়