Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ২৪ অক্টোবর ২০২৫,   কার্তিক ৮ ১৪৩২

তথ্য প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ১৭:৪৪, ৭ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ২০:১০, ৭ সেপ্টেম্বর ২০২১

এবার হোয়াটসঅ্যাপ মেসেজেও দেওয়া যাবে রিঅ্যাকশন!

ফেসবুকের মালিকানাধীন মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ সবসময় গ্রাহকদের জন্য নিয়ে আসে নতুন নতুন ফিচার। এবার তারা চ্যাটকে আরও আকর্ষণীয় করে তুলতে মেসেঞ্জারের মতো হোয়াটসঅ্যাপ মেসেজেও রিঅ্যাকশনের ইমোজি নিয়ে আসছে।

হোয়াটসঅ্যাপের রিঅ্যাকশন নিয়ে একটি স্ক্রিনশট প্রকাশ করেছে প্রযুক্তিবিষয়ক ওয়েব সাইট ডব্লিউবিটাইনফো। সেখানে দেখা গেছে, কোনো মেসেজের ডান দিকের নিচে রিঅ্যাকশন ইমোজিগুলো শো করবে। গ্রুপ চ্য়াট এবং একক চ্য়াটের ক্ষেত্রে এই সুবিধা পাওয়া যাবে।

ফেসবুক মালিকানাধীন প্রতিষ্ঠানটি জানিয়েছে, হোয়াটসঅ্যাপের যে কোনো মেসেজে রিঅ্যাকশন দেওয়ার সুযোগ আসছে শিগগিরই। অর্থাৎ নিজের পাঠানো অথবা অন্য কেউ মেসেজ পাঠালে তাতে ইমোজি রিঅ্যাকশন দেওয়া যাবে। গ্রুপ চ্য়াটের ক্ষেত্রে কে কে কোন রিঅ্যাকশন দিয়েছে তাও দেখা যাবে।

প্রযুক্তিবিষয়ক ওয়েব সাইট ডব্লিউবিটাইনফো হোয়াটসঅ্যাপের রিঅ্যাকশন নিয়ে একটি স্ক্রিনশট প্রকাশ করেছে। এতে পুরো বিষয়টি দেখানো হয়েছে। কোনো মেসেজের ডান দিকের নিচে রিঅ্যাকশন ইমোজিগুলো শো করবে। গ্রুপ চ্য়াট এবং একক চ্য়াটের ক্ষেত্রে এই সুবিধা পাওয়া যাবে।

হোয়াটসঅ্যাপের নতুন ফিচারটি কবে উন্মুক্ত করা হবে, তা এখনও জানা যায়নি।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়