Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫,   বৈশাখ ১৯ ১৪৩২

তানভির আরহাম

প্রকাশিত: ২১:২১, ১৬ নভেম্বর ২০২১
আপডেট: ২১:২৮, ১৬ নভেম্বর ২০২১

১৫ হাজার টাকার মধ্যে বাজারের সেরা ৫ ফোন

বিভিন্ন মানুষের ভিন্ন ভিন্ন ধরনের ফোন পছন্দ। সবার বাজেটও একই রকম নয়। কারো বাজেট বেশি তো কারো কম। তবে মোটামুটি এভারেজ একটা বাজেটের মাঝে যেসব স্মার্টফোন পাওয়া যায় সেসব নিয়ে্ই আমাদের এই আর্টিকেল। বর্তমান বাজারে ১৫ হাজার টাকার মধ্যে মোবাইল গুলো সকলের কাছে যেমন সহজলভ্য তেমনি জনপ্রিয়ও বলা চলে। আর যদি আপনার বাজেট ১৫ হাজার (১৫০০০) টাকা হয়ে থাকে তাহলে আজকের আয়োজন আপনার জন্যই। বড় ফোন কোম্পানি গুলো বাজেট ফ্রেন্ডলি বেশ কয়েকটি স্মার্ট ফোন বাজারে এসেছে। তাই এই বাজেটে আপনি বেশ ভালো মানের কিছু স্মার্ট ফোন পেতে পারেন।

একুশ শতকে এসে সবার হাতেই একটা স্মার্ট ফোন থাকা চাই। এটিকে আমাদের নিত্যদিনের সঙ্গীই বলা যায়। ঘুম থেকে উঠা থেকে ঘুমাতে যাওয়া পর্যন্ত ফোনের দরকার পরে। আপনার ফোনটি যদি পুরাতন হয়ে থাকে কিংবা প্রথমবার ফোন কেনার কথা ভেবে থাকেন, তবে আপনার কাজকে সহজ করতে ব্রাজেট ফেন্ডলি ১৫০০০০ টাকার মধ্যে সেরা ৫টি ফোনের লিস্ট তৈরি করেছি, যা আপনার ফোন বাছাই করার কাজকে সহজ করে তুলবে। 

১৫০০০ টাকার মাঝে সেরা ৫ ফোন

ফোনগুলো সিলেক্ট করার ক্ষেত্রে বাজেট এর পাশাপাশি ব্রান্ড ভ্যালু, সাইজ, ডিসপ্লে, প্রসেসর, ব্যাটারী ব্যাকআপকে গুরুত্ব দেওয়া হয়েছে। চলুন তাহলে যেনে আসি ১৫০০০ টাকার মধ্যে ৫ টি স্মার্টফোন সর্ম্পকে।

এই তালিকার প্রথমে আমি যে স্মার্ট  ফোনটি নিয়ে কথা বলবো সেটি হলো-

১) Realme C25s

আপনি যদি খুব রাফ ইউজার হন তবে বেশ শক্ত পোক্ত একটা ফোন দরকার। তাই এই ফোনটি আপনার জন্য সেরা হতে পারে। বিভিন্ন টেস্ট এ দেখা গেছে এর ডিউরাবিলিটি বেশ ভালো।

বাজারে ফোনটির ২ টি ভ্যারিয়েন্ট ৪/৬৪ জিবি ও ৪/১২৮ জিবি রয়েছে। ফাইল শেয়ার করার জন্য OTG সাপোর্ট করবে। বিশাল ব্যাটারি ব্যাকাপ পাচ্ছন সাথে ক্যামেরাও মোটামুটি ভালোই পাবেন এই দামের মধ্যে। বাজারে এর দুইটি কালার পাবেন Water blue এবং Water Grey।

ফোনটিতে এছাড়াও যা যা পাচ্ছেন

  • ডিসপ্লে : 6.5 inches IPS LCD
  • প্রসেসর : MediaTek Helio G85
  • র‍্যাম : 4GB
  • স্টোরেজ : 64/128 GB
  • ব্যাক ক্যামেরা : 48 MP AI Triple Camera
  • ফ্রন্ট ক্যামেরা : 8 MP
  • ব্যাটারী : 6000 mAh
  • বাংলাদেশ বাজার মূল্য : ১৪৪৯০ – ১৫৪৯০ টাকা

২) Infinix Hot 10s

এটি আর একটি স্মার্ট ফোন যেটি বাজারে বেশ সাড়া জাগিয়েছে। কম দামের মধ্যে এই ফোনটিও বেশ ভালো ভালো ফিচার অফার করছে। ব্যাটারি, ডিসপ্লে, ক্যামেরা এবং প্রসেসর সব মিলিয়ে এটি আপনার পছন্দের তালিকায় চলে আসতে পারে। OTG সাপোর্টেড, 90 Hz refreh rate আর Multitouch নিয়ে স্মার্ট ফোনটি বেশ ইউজার ফ্রেন্ডলি।

ফোনটিতে যা যা পাচ্ছেন

  • ডিসপ্লে : 6.82 inches
  • প্রসেসর : Mediatek Helio G85 (12 nm)
  • র‍্যাম : 4/6 GB
  • স্টোরেজ : 128 GB
  • ফ্রন্ট ক্যামেরা : 8 Megapixel
  • ব্যাক ক্যামেরা : Triple 48+2 Megapixel + AI
  • ব্যাটারী : 6,000 mAh
  • বাংলাদেশ বাজার মূল্য : ১৩৯৯০ – ১৪৯৯০ টাকা

৩) Samsung A12 Nacho

সল্প মূল্যের মাঝে স্যামসাং বাজারে এনেছে তাদের স্পেশাল একটি স্মার্ট ফোন।আমাদের লিস্টের ৩ নাম্বারে আছে স্যামসাং A12 Nacho।এটা স্যামসাং ব্রান্ড লাভারদের জন্য স্পেশাল একটি ফোন। Samsung A12 বেশ কিছুদিন আগেই এসেছে যার প্রসেসর ছিলো Mediatek MT6765 Helio P35 (12nm)। রিসেন্টলি এর প্রসেসরে একটু পরিবর্তন আসে যার ফলরূপ SamsungA12 Nacho নামে পরিচিতি লাভ করে। এটাতে আপনি Altra wide সেন্সর সুবিধা পাবেন। উপরে আলোচিত ফোনগুলোতে Altrawide ছিলো না। আর Samsung ব্রান্ড ভ্যালুতো আছেই। তাই ১৫ হাজার টাকার মাঝে স্যামস্যাং ফোন কিনতে চাইলে এটা সেরা অপশন হতে পারে।

ফোনটিতে যা যা পাচ্ছেন

  • ডিসপ্লে : 6.5 inches PLS IPS touchscreen 
  • প্রসেসর  : Exynos 850 (8nm)
  • র‍্যাম : ৩/৪ GB
  • স্টোরেজ : 32/64/128 GB
  • ফ্রন্ট ক্যামেরা : 8 MP
  • ব্যাক ক্যামেরা : Quad Camera, 48 MP, f/2.0,
  • ব্যাটারী : 5,000 mAh
  • বাংলাদেশ বাজার মূল্য : ১৪৯৯০ টাকা

৪) Poco M2 Reloaded

উপরে উল্লেখ করা তিনটি ফোনের চেয়ে আরো একটু বেটার যারা চাচ্ছেন তাদের জন্যও রয়েছে আকর্ষনীয় একটি স্মার্ট ফোন, সেটি হচ্ছে শাওমি ব্রান্ডের একটি স্মার্ট ফোন। Poco M2 এবং Poco M2 Reloaded। ফোনটাতে full HD plus resolution display এবং Gorilla Glass 3 protection রয়েছে।Full HD plus Resolution থাকায় ডিসপ্লের দিক দিয়ে অনেকরই পছন্দ হবে। এতক্ষন যে ফোন গুলো নিয়ে কথা বলছিলাম তাতে HD+ রেজোলিউশান কিন্তু ছিলো না।

জেনে আসি ফোনের আরো কিছু বিস্তারিত তথ্য

  • ডিসপ্লে : 6.53 inches, HD+ IPS LCD Touchscreen
  • প্রসেসর : MediaTek Helio G80 (12 nm)
  • র‍্যাম : 4 GB
  • স্টোরেজ : 64 GB
  • ফ্রন্ট ক্যামেরা : 8 MP
  • ব্যাক ক্যামেরা : Quad 13+8+5+2 Megapixel
  • ব্যাটারী : 5,000 mAh 
  • বাংলাদেশ বাজার মূল্য  : ১৫৯৯৯ টাকা

৫) Infinix HoT 11s

এবার আমি যে ফোনটি  নিয়ে কথা বলবো আর আমার নিজের কাছেও সেরা যে ফোনটিকে মনে হয়েছে সেটি হচ্ছে দেশের বাজারে সাড়া জাগানো ফোন Infinix Hot 11s। রিসেন্টলি এই ফোনটি বাজারে এসেছে দুইটি ভেরিয়েন্ট হিসেবে ৪ ও ৬ জিবি আকারে। সাথে পাবেন ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ। ১৫০০০ টাকার মধ্যে ৪জিবি ভ্যারিয়েন্টটা পেয়ে যাবেন। 

২০৫ গ্রাম ওজনের এই ফোনটিতে রয়েছে Full HD+ resolution এবং 99 Hz refresh rate ।তাহলে বলা যায় সবকটি ফোনের চেয়ে ডিসপ্লের দিক দিয়ে এগিয়ে থাকছে এই স্মার্ট ফোনটি। প্রোটেকশন হিসেবে থাকছে NEG Dinorex T2X-1। প্রসেসরের দিক দিয়েও এটি এগিয়ে আছে বললেই চলে।

ফোনটাতে ব্যবহার করা হয়েছে Mediatek Helio এর G88।Mediatek Helio G85 এর থেকে Mediatek Helio G88 নিয়ে এসেছে অনেক নতুনত্ব। হাই কোয়ালিটি ছবি তোলার জন্য আছে ৫০ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা। 

ফোনটিতে আরো যা যা পাচ্ছি

  • ডিসপ্লে : 6.78 inches, Full HD+, IPS Touchscreen
  • প্রসেসর  : MediaTek Helio G88 (12 nm)
  • র‍্যাম : 4/6 GB
  • স্টোরেজ : 128 GB
  • ফ্রন্ট ক্যামেরা : 8 MP
  • ব্যাক ক্যামেরা : Triple 50+2+2 Megapixel
  • ব্যাটারী : 5,000 mAh  
  • বাংলাদেশ বাজার মূল্য  : ১৪৯৯০ - ১৫৯৯০ টাকা

এই ছিলো আমাদের আজকের আয়োজন। আশা করছি আপনাদের বর্তমান বাজারের প্রেক্ষিতে ১৫ হাজার টাকা বাজেটের সেরা ফোনগুলো সম্পর্কে মোটামুটি একটা ধারণা দিতে পেরেছি। এছাড়াও বাজারে ১৫০০০ টাকার মধ্যে আরো অনেক ফোন পাবেন। তবে আমার কাছে এই ৫ টি ফোনকেই অন্য সবগুলোর সাথে তুলনা করে সেরা বা ভালো মনে হয়েছে। 

আপনি কম দামের মাঝে ভালো মানের ফোন খুঁজে থাকলে আমাদের আজকের লেখা আপনাকে অনেকটা সাহায্য করবে বলে আশা করছি। এরকম আরও তথ্য জানতে থাকুন আইনিউজের সাথে।

ভিডিও-

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়