Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫,   বৈশাখ ১৮ ১৪৩২

ইমরান আল মামুন

প্রকাশিত: ০৮:৩৮, ২৪ আগস্ট ২০২৩

গুগল‌ কাস্টম সার্চ

আপনি কি জানেন গুগল‌ কাস্টম সার্চ সম্পর্কে? যদি না জানেন কিন্তু এ বিষয়ে জানার জন্য প্রচুর আগ্রহ রয়েছে তাহলে আজকের প্রতিবেদনটি আপনার জন্য বেশি উপকারী। এর মাধ্যমে আপনারা এডভান্স লেভেলের গুগল‌ সার্চ করতে পারবেন।

সারা বিশ্বের সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন হচ্ছে গুগল‌। এখানে প্রতিদিন কয়েক মিলিয়ন বার চার্জ করা হয়। আর ভিজিটর সংখ্যা অগণিত।
মানুষ কোন কিছু জানতে চাইলে বা জানার আগ্রহ প্রকাশ করলে সবাই গুগলে সার্চ করে থাকে। অফলাইন কিংবা অনলাইন তথ্য যেকোনোটাই জানতে আগ্রহ করুক না কেন মানুষ এখন গুগল থেকে তা দেখে না।

এখন প্রশ্ন হতে পারে গুগলে সার্চ করলে সকল তথ্য কিভাবে আসে? পৃথিবী জুড়ে রয়েছে কয়েক মিলিয়ন ওয়েবসাইট। প্রত্যেকটি ওয়েবসাইট বিভিন্ন তথ্য নিয়ে তৈরি করা হয়েছে। এই সকল ওয়েবসাইট গুলো গুগলের সাথে কানেক্ট করা থাকে। যার কারণে আপনি কোন কিছুর সার্চ করলে ওই ওয়েবসাইটের তথ্যগুলো আপনার সামনে দেখে থাকে।

গুগল‌ কাস্টম সার্চ

আমরা যখন গুগলে সার্চ করি তখন অনেক আগের তথ্য এবং বর্তমান তথ্য সবগুলো মিশিয়ে আসে। আপনার যদি বর্তমান সময়ের তথ্য অর্থাৎ গত সাত দিনের মধ্যে তথ্যগুলো জানতে চাচ্ছেন তাহলে কিভাবে খুজে পাবেন। অর্থাৎ আপনি কিভাবে সার্চ করলে আপডেট তথ্যগুলো পাবেন সে বিষয়টি অনেকেরই জানা নেই। আজকে আমরা এই প্রসঙ্গ নিয়েই আপনাদের সামনে আলোচনা করব। গুগলের এই গোপন ট্রিকস সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরব যা অনেকেরই অজানা।

সর্বপ্রথম আপনাকে প্রবেশ করতে হবে গুগলে। এখানে প্রবেশ করার পর আপনি যেকোনো একটি বিষয় নিয়ে সার্চ করুন। সেখানে নিচের দিকে দেখতে পারবেন সার্চ টুলস নামের একটি অপশন। এটি গুগল‌ কাস্টম সার্চের গুরুত্বপূর্ণ একটি অংশ। প্রবেশ করুন এবং আপনার সময় নির্দিষ্ট করে দিন। অর্থাৎ গত দিনের তথ্য আপনি গুগল থেকে জানতে চাচ্ছেন অথবা পেতে চাচ্ছেন নির্বাচন করুন। এরপর অপশনটি ফিলটার করলে আপনার সামনে সর্বশেষ ওই কয়েকদিনের তথ্যগুলো আপনার সামনে চলে আসবে।

আপনারা চাইলে এভাবেই যেকোনো ধরনের তথ্য সংগ্রহের জন্য এভাবে সার্চ করতে পারেন গুগলে। তাহলে সর্বশেষ তথ্যগুলো জানতে পারবেন এবং সঠিক তথ্যগুলো আপনারা পেয়ে যাবেন।

গুগল‌ কাস্টম সার্চ এর মত আরো নতুন নতুন ফিক্স পেতে আমাদের সঙ্গে থাকুন। এখানে তথ্যপ্রযুক্তি বিষয়ক বিভিন্ন ধরনের টিপস এবং টিপস গুলো শেয়ার করা হয়ে থাকে।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়