Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫,   বৈশাখ ১৮ ১৪৩২

ইমরান আল মামুন

প্রকাশিত: ১৩:২৩, ২০ সেপ্টেম্বর ২০২৩
আপডেট: ১৩:৪২, ২০ সেপ্টেম্বর ২০২৩

পশ্চিমবঙ্গ বাংলা শস্য বীমা লিস্ট

পশ্চিমবঙ্গ এর জন্য বাংলা শস্য বীমা লিস্ট খুঁজতেছেন অনেকেই। কাঙ্খিত ফলাফল আমাদের মধ্যে অনেকেই পাচ্ছেন না। এর ‌কারণে এর মাধ্যমে কি কি সুযোগ পাওয়া যাবে তা অনেকেরই অজানা রয়েছে। যদি এ বিষয়গুলো একজন ব্যক্তি জানতে পারেন তাহলে খুব সহজেই এই সুবিধা গুলো ভোগ করতে পারবেন।

আমাদের আজকের আর্টিকেলটি আলোচনা করা হচ্ছে এ বিষয় সম্পর্কে। একজন ব্যক্তি জানতে পারবে তারা এই শস্য বীমা পাবেন এই বিষয়টি। আসুন তাহলে জেনে নেই এ বিষয় সম্পর্কে সম্পূর্ণ তথ্যগুলো। হ্যাঁ, এই পোস্টটি শুধুমাত্র ভারতের পশ্চিমবঙ্গ অঞ্চলের জন্য। আর্টিকেল পড়ার পূর্বে এ বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন।

বাংলা শস্য বীমা পাওয়ার যোগ্যতা

সুবিধা কি শুধুমাত্র ভোগ করতে পারবে যারা পশ্চিমবঙ্গে বসবাস করে শুধুমাত্র তারাই। কৃষক হলেই যে এ সুবিধা উপভোগ করতে পারবে তা নয় ( বাংলা শস্য বীমা লিস্ট )। এই সুবিধা ভোগ করার জন্য নির্দিষ্ট কিছু যোগ্যতা সম্পন্ন হতে হবে প্রার্থীদের। এই বীমা তারাই পাবে যারা প্রাকৃতিক দুর্যোগে ফসলের ক্ষতিগ্রস্ত হয়েছেন। বাইরে কারো এই বীমা করার সুযোগ নেই।

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মাধ্যমে এই বীমাটি দেওয়া হচ্ছে। অর্থাৎ একটি ফসল উৎপাদনের যত পরিমাণ খরচ হবে তা বহন করবে এই বীমা কর্তৃপক্ষ। আসুন দেখে নেই এই বিমারতে কি কি থাকছে এবং কি কি সুবিধা উপভোগ করতে পারবে একজন প্রার্থী।

বাংলা শস্য বীমা পাওয়ার সুবিধার 

যদি কোন ব্যক্তি প্রাকৃতিক দুর্যোগে সেটি হতে পারে বৃষ্টি, বন্যা কিবা করার কারণে তার উৎপাদিত ফসল নষ্ট হয়ে যায়। তাহলে এই প্রকল্পে তিনি এই বীমা সুবিধাও উপভোগ করবেন। পরবর্তী সময়ে ফসল উৎপাদনের জন্য খরচ বহন করবে এই প্রকল্পটি। প্রত্যেক জেলাভিত্তিক অনুসারে এটি আলাদা আলাদা ভাবে লিস্ট ঘোষণা করে দেওয়া হয়েছে। এছাড়াও রয়েছে আরো অন্যান্য বেশ কিছু বিষয়।

বাংলা শস্য বীমা লিস্ট

বীমাকে চালু হয়েছে মূলত পুনরায় ফেব্রুয়ারি ২০২৩ থেকে। আর চলমান রয়েছে ২০২৩ পর্যন্ত। মাত্র ভোগ করতে পারবে পশ্চিমবঙ্গ কৃষকরা। আপনারা এর তালিকাটি দেখতে চান তাহলে এই লিংকে প্রবেশ করুন এবং সেখান থেকে দেখে নিন কারা কারা আবেদনপত্রের কোন অবস্থানে রয়েছে। আসুন দেখি কোন কোন জায়গা রয়েছে এখানে।

  • Hoogly
  • Dakshin Dinajpur
  • Purba Burdwan
  • Purba Medinipur
  • South 24 Parganas
  • Darjeeling
  • Purulia
  • North 24 Parganas
  • Paschim Burdwan
  • Murshidabad
  • Birbhum
  • Kalimpong
  • Coach Bihar
  • Malda
  • Nadia

কোন কোন ফসল রয়েছে এই বাংলা শস্য বীমাতে 

যে বিমানটির কথা এখন বলা হচ্ছে এটি সব ফসলের ক্ষেত্রে প্রযোজ্য নয়। শুধুমাত্র নির্দিষ্ট কিছু বীমার ক্ষেত্রে প্রযোজ্য। যেগুলো মূলত কৃষকরা করে থাকে এবং যার উপর নির্ভর করে দেশের কৃষি ব্যবস্থাপনা। আসুন দেখি কোন কোন শস্য রয়েছে।

  • গম
  • ছোলা
  • মুসুরি
  • বোরো ধান,
  • ভুট্টা,
  • সরষে
  • ভুট্টা
  • মুগ,
  • তিল,
  • বাদাম
  • আঁখ
  • আলু

বাংলা শস্য বীমা আবেদন করার জন্য কি কি প্রয়োজন? 

প্রত্যেক অফিস আদালতে অথবা যেকোনো বিষয়ে যদি আবেদন করতে যান তাহলে সে ক্ষেত্রে বেশ কিছু ডকুমেন্ট এর প্রয়োজন হয়ে থাকে। এখন আমরা জানবো এখানে আবেদন করতে কি কি ডকুমেন্টের প্রয়োজন হবে। কারণ সবগুলো ডকুমেন্ট নিয়ে যদি সেখানে না যাওয়া যায় সে ক্ষেত্রে বিভিন্ন ধরনের ভোগান্তি হতে হয়।

  • আধার কার্ড
  • WB রেশন কার্ড
  • WB ভোটার আইডি
  • ঠিকানা প্রমাণ
  • প্রাসঙ্গিক ভূমি রেকর্ড
  • বপন করা ফসল সম্পর্কিত প্রমাণ
  • ব্যাংক অ্যাকাউন্ট বিবরণী
  • সাম্প্রতিক ছবি

বাংলা শস্য বীমা লিস্ট ব্যতীত আরো অন্যান্য সকল তথ্যগুলো জানতে আমাদের সঙ্গে থাকুন। এখানে সকল ধরনের সরকারি কাজের আবেদনের নিয়মাবলী এবং তথ্যগুলো আপডেট দেওয়া হয়ে থাকে।
 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়