Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫,   বৈশাখ ১৮ ১৪৩২

ইমরান আল মামুন

প্রকাশিত: ২১:০৭, ২৪ জুলাই ২০২৪

ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন চালু হয়েছে সারা বাংলাদেশ জুড়ে

অবশেষে টানা ৫ দিন পর চালু হল ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন। আর এই কানেকশনের মাধ্যমেই ফিরে এসেছে ইন্টারনেট ব্যবহারকারীরা। তবে সকল ইন্টারনেট কানেকশন চালু না হলেও এই ব্রডব্যান্ড সেবাটি চালু করে দেয়া হয়েছে সাম্প্রতিক সময়ে।

গত সপ্তাহের বুধবার থেকে বন্ধ ছিল মোবাইল অপারেটরের ইন্টারনেট ব্যবহার। এরপর বৃহস্পতিবার রাত থেকে বন্ধ করে দেওয়া হয় ব্রডব্যান্ড কানেকশন। যার মাধ্যমে টানা পাঁচ দিন পর্যন্ত সারা বাংলাদেশ জুড়ে কোথাও ইন্টারনেট ব্যবহার করতে পারেনি ব্যবহারকারীরা। আর এই ইন্টারনেট ব্যবহার বন্ধ ছিল মূলত দেশের সুরক্ষা এবং নিরাপত্তার ক্ষেত্রে। তবে ক্যাবল পুড়ে যাওয়ার ঘটনা এবং অন্যান্য ঘটনা সামগ্রিক হলেই বন্ধ ছিল এই কয়েকদিন। এরপর মঙ্গলবার রাতের দিকেই ইন্টারনেটে চালু করার ঘোষণা দেন সীমিত আকারে। মূলত পরীক্ষামূলকভাবে এই ইন্টারনেট চালু করা হয়। কেননা ইন্টারনেট ছাড়া বিভিন্ন ধরনের প্রিপেইড মিটারে বৈদ্যুতিক বিল দেওয়া সম্ভব হচ্ছিল না। যার কারণে সারা বাংলাদেশ জুড়ে যে সকল প্রিপেইড মিটার ব্যবহারকারীর রয়েছে, তাদের নিকটস্থ সংশ্লিষ্ট অফিসে ব্যাপক ভিড় জমায়। অনেকে টানা কয়েক ঘন্টা দাঁড়িয়ে থাকার পর পেয়েছেন। অর্থাৎ বিভিন্ন ধরনের বিড়ম্বনা সৃষ্টি হয়েছে। এছাড়াও ব্যাংকের বিভিন্ন ধরনের লেনদেন ও ইন্টারনেট চালিত সকল কাজের সমস্যার সম্মুখীন হতে হয় গ্রাহকদের। 

ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন চালু হয়েছে সারা বাংলাদেশ জুড়ে 

অফিস আদালত এবং কলকারখানা সহ বিভিন্ন ধরনের প্রয়োজনীয় দপ্তরগুলোতে মঙ্গলবার থেকেই সীমিত আকারে ইন্টারনেট সংযোগ দেওয়া হয়। এরপর অন্যান্য বিষয়গুলো বিবেচনা করে বুধবারে সারা বাংলাদেশ জুড়ে ইন্টারনেট দেয়া হলেও ধীরগতি বিরাজমান করে। এই সময় সারা বাংলাদেশ জুড়ে একই সঙ্গে যতগুলো ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন রয়েছে সকল সংযোগ দেওয়া হয়।

তবে ইন্টারনেট দেয়া হলে ফেসবুক এবং ইউটিউব সহ অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলোতে ঢুকতে পারছে না ব্যবহারকারী। হবে নাগাদ এই সকল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলো খুলে দেওয়া হবে তা এখনো অফিসিয়াল ভাবে জানা সম্ভব হয়নি। তবে আশা করা যাচ্ছে খুব দ্রুত এই সমস্যার সমাধান করা হবে।

এদিকে শুধুমাত্র ব্রডব্যান্ড কানেকশন চালু হলেও মোবাইল ডাটা এখন পর্যন্ত চালু করা হয়নি। সকল দিক বিবেচনা করে অতি শীঘ্রই এই কানেকশন চালু করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গেরা।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়