Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫,   আষাঢ় ২২ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৩:৫৩, ২৪ ফেব্রুয়ারি ২০২১

আত্মহত্যা রোধে জাপানে ‘একাকীত্ব মন্ত্রী’

‘একাকীত্ব মন্ত্রী’ তেতসুশি সুকামোতো

‘একাকীত্ব মন্ত্রী’ তেতসুশি সুকামোতো

করোনাকালে আত্মহত্যার রেকর্ড গড়েছে জাপান। তাই আত্মহত্যা রোধে প্রথমবারের মতো ‘একাকীত্ব মন্ত্রী’ নিয়োগ দিয়েছে জাপান।

জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা এ মাসের শুরুতে একাকিত্ব বা নিঃসঙ্গতা বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার জন্য মন্ত্রিসভার সদস্য তেতসুশি সুকামোতোর নাম ঘোষণা করেন।

 নতুন মন্ত্রীর উদ্দেশে প্রধানমন্ত্রী সুগা বলেছেন, ‘বিশেষ করে নারীরা নিঃসঙ্গতায় ভুগছেন এবং আত্মহত্যার হার বৃদ্ধি পাচ্ছে। আমি চাই আপনি বিষয়টি পরীক্ষা করে দেখুন এবং একটি বিস্তৃত কৌশল পেশ করুন।’

করোনাভাইরাসের দিনগুলোতে জাপানে মানসিক স্বাস্থ্য ব্যবস্থা ভয়াবহ আকার ধারণ করেছে।  করোনার মৃত্যুর তুলনায় সেটি প্রায় ১০ গুণ বেশি। ২০২০ সালে এক বছরে যে সংখ্যক আত্মহত্যার ঘটনা ঘটেছে, তা গত ১১ বছরের রেকর্ড ছাড়িয়ে গেছে।

শুধু গত অক্টোবরে জাপানে যত মানুষ আত্মহত্যা করেছে সে সংখ্যাটা (২১৯৯ জন) দেশটিতে গত বছর করোনায় মারা যাওয়া মোট সংখ্যা (২০৮৭ জন) থেকে বেশি। উন্নত বিশ্বের দেশগুলোর মধ্যে জাপানে আত্মহত্যার হার সবচেয়ে বেশি।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়