আন্তর্জাতিক ডেস্ক, আইনিউজ
সিআইএ-র হামলায় শীর্ষ জঙ্গী নেতার মৃত্যু
আফগানিস্তানের রাজধানী কাবুলে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ-এর এক ড্রোন হামলায় আল-কায়দার শীর্ষ নেতা আয়মান আল-জাওয়াহিরি্র মৃত্যু হয়েছে। খবরটি খোদ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এক ঘোষণায় জানিয়েছেন।
মার্কিন প্রেসিডেন্ট বাইডেন তার ঘোষণায় জানান, আফগানিস্তানের রাজধানী কাবুলে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ পরিচালিত এক ড্রোন হামলায় মারা গেছেন। আল -কায়দার শীর্ষ এই নেতার বিরুদ্ধে মার্কিন নাগরিকদের হত্যা ও সহিংসতার প্রমাণ রয়েছে।
হামলার বিষয়ে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, কাবুলের একটি বাড়িতে বাস করছিলেন আয়মান আল-জাওয়াহারি। ড্রোন থেকে দু’টি মিসাইল ছুঁড়ে জাওয়াহারিকে হত্যা করা হয়। যখন ড্রোন থেকে মিসাইল ছুঁড়া হয় তখন তিনি ওই বাড়ির ব্যালকনিতে দাঁড়িয়ে ছিলেন। তবে মিসাইল হামলায় জাওয়াহারির পরিবারের অন্য সদস্যদের কোনো ক্ষতি হয়নি।
জো বাইডেন তার ঘোষণায় আরও জানান, ৭১ বছর বয়সী সন্ত্রাসী নেতা জাওয়াহিরিকে হত্যার জন্য হামলা চালাতে সিআইএ’কে অনুমোদন দিয়েছিলেন তিনি। হামলা চালানোর আগে কয়েকমাস পরিকল্পনা করা হয়।
২০১১ সাল থেকে আল-কায়দাকে নেতৃত্ব দিয়ে আসছিলেন আয়মান আল-জাওয়াহিরি। ওই বছর পাকিস্তানে মার্কিন সার্জিক্যাল স্ট্রাইকে আল-কায়দার প্রতিষ্ঠাতা ওসমা বিন লাদেনকে হত্যা করে যুক্তরাষ্ট্র। লাদেনের মৃত্যুর পর ১৬ জুন আল-কায়দার শীর্ষ নেতৃত্ব গ্রহণ করেন জাওয়াহিরি।
আয়মান আল-জাওয়াহিরি পেশায় শল্যচিকিৎসক। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে জাওয়াহিরিকে মনে করা হয়। তাকে ধরিয়ে দিতে ২ কোটি ৫০ লাখ ডলারের পুরস্কার ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র।
জাওয়াহিরিকে হত্যার উদ্দেশে কাবুলে মিসাইল হামলার নিন্দা জানিয়েছে তালেবান। গত বছর যুক্তরাষ্ট্র থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর এই প্রথম দেশটি আফগানিস্তানের মাটিতে কোনো অভিযান চালিয়েছে।
টুইন টাওয়ারে হামলার পরিকল্পনা ছাড়াও জাওয়াহিরিকে আরও কয়েকটি সন্ত্রাসী হামলার পরিকল্পনাকারী হিসেবে মনে করে যুক্তরাষ্ট্র। ১৯৯৮ সালের ৭ আগস্ট কেনিয়া এবং তানজানিয়ায় মার্কিন দূতাবাসে বোমা হামলায় ২২৪ জন নিহত এবং ৫ হাজারেরও বেশি আহতের ঘটনার পরিকল্পনাকারী হিসেবেও জাওয়াহিরি সম্পৃক্ত ছিলেন বলে অভিযোগ মার্কিন যুক্তরাষ্ট্রের।
এছাড়া অন্যান্য ঊর্ধ্বতন আল-কায়দা সদস্যদের সঙ্গে মিলে ২০০০ সালের অক্টোবর মাসে জাওয়াহিরি ইয়েমেনে ইউএসএস কোল জাহাজে হামলার ষড়যন্ত্র করেছিলেন বলে অভিযোগ আছে। ওই হামলায় ১৭ মার্কিন নাবিক নিহত এবং ৩০ জনেরও বেশি আহত হয়েছিলেন।
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
বিস্ময় ছোট বালিকা দেয়ালিকা চৌধুরী বলতে পারে ১৯৫ দেশের রাজধানীর নাম | Deyalika | Eye News
আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ‘কার্নিভাল’
হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS
আইনিউজ/এইচএ
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- সুখবর! অক্সফোর্ডের তৃতীয় ট্রায়ালও সফল, ভ্যাকসিন আসছে জুলাইতেই
- চীনা ভূখণ্ডে ভারতীয় সেনাবাহিনীর প্রবেশ
- টাইমস স্কোয়ারে ‘ট্রাম্প ডেথ ক্লক’
- পঙ্গপাল না মেরে বিক্রি করে আয় করছেন কৃষকরা!