Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১৬ মে ২০২৫,   জ্যৈষ্ঠ ২ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ১৯:১১, ১ মার্চ ২০২২
আপডেট: ২০:০৬, ১ মার্চ ২০২২

মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ : চাকরি পেলেন যারা

মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে। 

জেলা প্রশাসকের কার্যালয় এবং এর আওতাধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সমূহের জন্য এ নিয়োগ দেয়া হচ্ছে। লিখিত ও মৌখিক পরীক্ষা শেষে ৩৪ জন প্রার্থীকে নির্বাচিত করা হয়েছে। এদের মধ্যে অফিস সহায়ক পদে ১৮ জন, নিরাপত্ত প্রহরী পদে ১০ জন এবং পরিচ্ছন্নতাকর্মী পদে ৬ জন।

মৌলভীবাজার জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অফিস সহায়ক, নিরাপত্তা প্রহরী এবং পরিচ্ছন্নতাকর্মী এই তিনটি পদের জন্য আবেদন করেন ৭ হাজার ২৩৯ জন চাকরি প্রত্যাশী। এতে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ৩০৩ জন। এদের মধ্যে মৌখিক পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে তিনটি পদে ৩৪ জন প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন।

মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ

জেলা প্রশাসকের কার্যালয় মৌলভীবাজার এবং এর আওতাধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সমূহের জন্য ২০ তম গ্রেডের ৩৪ টি শূন্যপদে জনবল নিয়োগের গত ২৫ ফেব্রুয়ারি লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরে ২৭ ও ২৮ ফেব্রুয়ারি মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ বোর্ড মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত ও মৌখিক পরীক্ষার প্রাপ্ত মোট নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুসারে ও কোটা সংক্রান্ত বিধানাবলী অনুসরণপূর্বক  প্রাথমিকভাবে নির্বাচিতদের ফলাফল ঘোষণা করা হয়েছে।

নির্বাচিত প্রার্থীদের বিধি মোতাবেক পুলিশ ভেরিফিকেশন (দাখিলকৃত যাবতীয় কাগজাদি ও তথ্য যাচাইসহ) ও স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট সন্তোষজনক সাপেক্ষে চূড়ান্ত নিয়োগ প্রদান করা হবে। 

জেলা প্রশাসকের অফিস এ তথ্য জানিয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানিয়া সুলতানা এ তথ্যগুলো নিশ্চিত করেছেন। 

মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ বোর্ড সদস্য তানিয়া সুলতানা জানান, অফিস সহায়ক পদে আবেদন করা অনেকেই অনার্স-মাস্টার্স পাশ করা চাকরি প্রার্থী ছিলেন। বিধি মোতাবেক নির্বাচিত প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে। 

মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ : মৌখিক পরীক্ষায় উত্তীর্ণদের তালিকা নিম্নে-

আইনিউজ/এসডি

আইনিউজ ভিডিও

করোনায় ছেলের মৃত্যুর খবর শুনে কান্নায় ভেঙে পড়লেন বাবা

ইসলাম ও কুরআনের আলোকে মাতৃভাষা বাংলার গুরুত্ব

ভাইরাল অজগর সাপটি ছেড়ে দেওয়া হয়েছে লাউয়াছড়া বনে

বিল বকেয়া থাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন, বিদ্যুতকর্মীকে ব্যাট দিতে মারতে এলেন আওয়ামী লীগ নেতা

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়