Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫,   বৈশাখ ২৯ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৩৮, ৮ ফেব্রুয়ারি ২০২২

দক্ষিণ সুদানে জমি লিজ নিয়ে চাষাবাদ করতে চায় বাংলাদেশ

দক্ষিণ সুদানে জমি লিজ নিয়ে চাষাবাদের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। সোমবার (৭ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সফররত দক্ষিণ সুদানের প্রতিনিধি দলকে এ প্রস্তাব দেন পররাষ্ট্র মন্ত্রী ড. এ.কে আবদুল মোমেন।

দক্ষিণ সুদানের পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক উপমন্ত্রী দেং দাউ দেং মালেক একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।

ড. মোমেন পরামর্শ দেন, যে উভয় দেশ কৃষি, ওষুধ, আইটি এবং আইসিটি সেক্টরের মতো খাতে সহযোগিতা প্রতিষ্ঠা করতে পারে। তিনি দক্ষিণ সুদানে বাংলাদেশি উদ্যোক্তাদের দ্বারা কৃষি, মৎস্য ও জলজ চাষ সহ চুক্তিবদ্ধ চাষ স্থাপনের পরামর্শ দেন যা পারস্পরিকভাবে উপকারী হতে পারে।

তিনি জানান, যৌথ সহযোগিতার মাধ্যমে দক্ষিণ সুদান বাংলাদেশে তৈরি জাহাজ ও বার্জ পেতে পারে। দক্ষিণ সুদানের পক্ষ থেকে তাদের দেশে শান্তিরক্ষায় অংশগ্রহণের পাশাপাশি অবকাঠামো নির্মাণ ও পুনর্বাসন ক্ষেত্রে বাংলাদেশের অংশগ্রহণের প্রশংসা করে। দক্ষিণ সুদানের প্রতিনিধিদল বিশেষ করে স্বাস্থ্য, শিক্ষা, তথ্যপ্রযুক্তি ও আইসিটি, সামাজিক উন্নয়ন, কৃষি, শিক্ষা, জলবায়ু পরিবর্তন এবং জাতিসংঘ শান্তিরক্ষার ক্ষেত্রে দুই দেশের মধ্যে সহযোগিতার সুযোগের ওপর জোর দেয়।

উল্লেখ্য, দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের কন্টিনজেন্ট মোতায়েন রয়েছে। দক্ষিণ সুদানের পররাষ্ট্র বিষয়ক উপমন্ত্রী উল্লেখ করেন, দক্ষিণ সুদানে শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশের শান্তিরক্ষীরা এলাকায় শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে মূল্যবান ভূমিকা পালন করছে। পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন প্রস্তাব করেন যে দক্ষিণ সুদান সরকার বাংলাদেশের শান্তি প্রশিক্ষণ ইনস্টিটিউট এবং আমাদের সামরিক একাডেমিতে সামরিক কর্মকর্তাদের পাঠাতে পারে।

বৈঠক শেষে দক্ষিণ সুদানের পররাষ্ট্র বিষয়ক উপমন্ত্রী দক্ষিণ সুদানের পররাষ্ট্রমন্ত্রীর চিঠিটি হস্তান্তর করেন। ড. মোমেন প্রস্তাব করেন যে উভয় পক্ষ চুক্তিবদ্ধ কৃষি, কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি, বিনিয়োগের প্রচার ও সুরক্ষা, বাণিজ্যে সহযোগিতা এবং দ্বিপাক্ষিক আলোচনা সহ কৃষির মতো ক্ষেত্রে চুক্তি সম্পাদন করতে পারে উভয় দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

আইনিউজ/এসডি

হঠাৎ ট্রাকের নিচে মোটরসাইকেল আরোহী

এক হাটে বাজার করবে বাংলাদেশ ও ভারতের মানুষ

মাসজুড়ে জমজমাট ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২২

পোষ মানাতে হাতির বাচ্চাকে নির্মম প্রশিক্ষণ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়