Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫,   বৈশাখ ২৯ ১৪৩২

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২০:৫৬, ৩০ জানুয়ারি ২০২২
আপডেট: ২০:৫৬, ৩০ জানুয়ারি ২০২২

সুনামগঞ্জে ‘৪২০’ টাকার জন্য বন্ধুকে হত্যা

নিহত মো. নয়ন

নিহত মো. নয়ন

সুনামগঞ্জ শহরের পুরাতন বাসস্টেশন এলাকার একটি দোকানের ম্যানেজারকে কুপিয়ে হত্যা করা হয়েছে। অভিযোগ উঠেছে, তর্কাতর্কির জেরে বন্ধুর ছুরিকাঘাতে তিনি নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, হত্যার অভিযোগে ওই বন্ধু ও বন্ধুর ভাইকে আটক করা হয়েছে।

বাসস্টেশন এলাকার কিং এন্টারপ্রাইজ নামের স্যানিটারি পণ্যের দোকানে রোববার বিকালে এই ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মো. নয়ন। তার বাড়ি শহরের ৮ নম্বর ওয়ার্ডের বড়পাড়া এলাকায়।

ঘটনাটি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী।

স্থানীয়দের বরাতে তিনি জানান, নয়নের বন্ধু মো. রোহান বিকেলে তার দোকানে আড্ডা দিতে যান। এর এক পর্যায়ে রোহান নয়নের কাছে পাওনা ৪২০ টাকা দাবি করেন। এ নিয়ে তাদের মধ্যে তর্কাতর্কি হয়। এর জেরে ভাই মো. রেজওয়ানকে নিয়ে এসে দোকানের ভেতরই নয়নকে ছুরিকাঘাত করে রোহান।

স্থানীয়রা নয়নকে সদর হাসপাতালে নিলে চিকিৎসকরা সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে নেয়ার পথে নয়ন মারা যান।

ওসি জানান, ওই এলাকায় অভিযান চালিয়ে রোহান ও রেজওয়ানকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। জেলা পুলিশ সুপার মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে জানিয়েছেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

আইনিউজ/মোসাইদ রাহাত/এমজিএম

আইনিউজ ভিডিও 

১৮ মাসের বকেয়া বেতনের দাবিতে শিক্ষক মানববন্ধন

বাউল পরিচয়ে ছদ্মবেশে ঘুরে বেড়াতেন সিরিয়াল কিলার খ্যাত দুর্ধর্ষ ‘সেলিম ফকির’

হাজারো মহিষ ওঠে এই বাজারে

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়