Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৭ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৪ ১৪৩২

আই নিউজ প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৪৭, ২১ এপ্রিল ২০২৪

ট্রেনে কা টা পড়ল অধ্যাপক আনু মুহাম্মদের পায়ের আঙুল 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আনু মুহাম্মদ। ছবি- সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আনু মুহাম্মদ। ছবি- সংগৃহীত

রাজধানীর খিলগাঁও থেকে কমলাপুরগামী একটি ট্রেনে উঠতে গিয়ে দু র্ঘ ট না য় পড়ে পায়ের একটি আঙুল কাটা পড়েছে তেল-গ্যাস-খনিজসম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদের।

রোববার (২১ এপ্রিল) বেলা ১১টার দিকে অসাবধানতাবশত পড়ে গিয়ে গু রু ত র আ হ ত হন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের আলোচিত সাবেক এ শিক্ষক।

পরে শিক্ষার্থীদের সহায়তায় তাঁকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসার জন্য নেয়া হয়, এখন সেখানেই চিকিৎসা চলছে তার।

আনু মুহাম্মদকে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া শিক্ষার্থী মাহতাব বলেন, ‘খিলগাঁও রেলগেট এলাকায় ধীরগতিতে চলা একটি ট্রেন কমলাপুরের দিকে যাওয়ার সময় অধ্যাপক আনু মুহাম্মদ ওই ট্রেনে উঠতে যান। ওই সময় পা পিছলে চাকার নিচে পা চলে যায়। এতে তার বাম পায়ের আঙুল থেঁ'তলে যায় এবং কা'টা পড়ে।’

ঘটনার ব্যাপারে ঢামেক পুলিশ ক্যাম্পের ভারপ্রাপ্ত ইনচার্জ সহকারী উপপরিদর্শক মাসুদ মিয়া বলেন, ‘খিলগাঁও রেলগেট থেকে ট্রেনে পায়ের আঙুল কাটা অবস্থায় আনু মুহাম্মদকে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে।’

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়