Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১৪ নভেম্বর ২০২৫,   কার্তিক ৩০ ১৪৩২

প্রকাশিত: ১০:১৪, ২২ এপ্রিল ২০২০
আপডেট: ১৮:২৬, ২৪ এপ্রিল ২০২০

অসহায়দের সহযোগিতার জন্য সাকিবের ব্যাটের নিলাম শুরু

স্পোর্টস: শুরু হলো সাকিবের ব্যাটের নিলাম। মঙ্গলবার রাতে ঘোষণা দিয়েছিলেন , আজ (বুধবার) দুপুরেই শুরু হলো সেই ব্যাটের নিলাম প্রক্রিয়া।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘Auction 4 Action’ নামক পেজের মাধ্যমে নিজের ব্যাটটি নিলামে দিয়েছেন সাকিব। এই ব্যাটের ভিত্তিমূল্য ধরা হয়েছে ৫ লাখ টাকা। আজ রাত ১১টা পর্যন্ত যে কেউ ব্যাটটি নিজের করে নেয়ার জন্য বিড করতে পারবেন।

নিজের ব্যাট নিলামে দেয়ার কথা জানিয়ে সাকিব বলেন, ‘আমি আমার প্রিয় একটি ব্যাট নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছি। এই ব্যাট দিয়ে অনেক ম্যাচ খেলেছি। অনেক স্মৃতি জড়িয়ে আছে এই ম্যাচের সঙ্গে। যেহেতু বেশ কিছুদিন আমি ক্রিকেটের সঙ্গে নেই। সুতরাং এই ব্যাটের সঙ্গে আমার আপাতত সংযোগ নেই। এই ব্যাট বিক্রি করে যে টাকা হবে তার পুরোটাই সাকিব আল হাসান ফাউন্ডেশনে জমা হবে এবং সেখান থেকে দুস্থদের সহযোগিতা করা হবে।’

করোনার কারণে দেশে যে পরিস্থিতি তৈরী হয়েছে তা থেকে উত্তরণের জন্য অসহায় মানুষদের সাহায্য করে যাচ্ছেন সাকিব। এবার সাহায্যের জন্য নিজের প্রিয় ব্যাট নিলামে তুললেন।

https://www.facebook.com/Auction4ActionOFFICIAL/photos/a.107858727570448/107856874237300/?type=3 আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়