Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১৪ নভেম্বর ২০২৫,   কার্তিক ৩০ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২১:২১, ২৩ এপ্রিল ২০২০

সাকিবের সেই ব্যাট ২০ লাখ টাকায় কিনে নিলেন রাজ

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

করোনা সংকটে ভুগছে সাধারণ মানুষ আর তাদের সাহয্য করতে সাবিকের ইংল্যান্ডে অনুষ্ঠিত ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত পারফরমেন্স করা সেই ব্যট তুলেছিলেন নিলামে । নিলামে সেই ব্যটিটি বিক্রি হয়েছে ২০ লাখ টাকা। আমেরিকার নিউজার্সিতে অবস্থানরত রাজ নামক একজন বাংলাদেশি প্রবাসী সাকিবের ব্যাটটি ২০ লাখ টাকা বিড করে জিতে নিয়েছেন।

 ‘অকশান ফর অ্যাকশান’ নামক একটি অনলাইন প্ল্যাটফর্ম সাকিবের ব্যাটটি নিলামে তুলে ব্যাটের ভিত্তিমূল্য নির্ধারণ করা হয় ৫ লাখ টাকা।

ইংল্যান্ড বিশ্বকাপে খেলা ৮ ম্যাচের মধ্যে ৭টিতেই ছাড়িয়েছিলেন অর্ধশতক। ইতিহাস গড়ার সাক্ষী হয়ে থাকা ব্যাটটি সাকিবের কাছে খুবই প্রিয়। আর ইতিহাসের সাক্ষী হওয়া ব্যাটটিকেই বেছে নেন দুঃস্থ মানুষদের পাশে দাড়ানোর জন্য।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের শুরু থেকেই বেশ সোচ্চার সাকিব আল হাসান। এই মুহুর্তে আমেরিকায় নিজ পরিবারের সঙ্গে অবস্থান করলেও প্রতিনিয়ত ভিডিও বার্তা এবং নানান কর্মকাণ্ডে দেশের মানুষকে সচেতন করার কাজ করে যাচ্ছেন সাকিব। এর মধ্যেই নিজের নামে ‘দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশন’ খুলেছেন সাকিব। এর মাধ্যমে দেশের পাশে দাড়ানোর সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন সাকিব। তার ফাউন্ডেশন থেকে ইতোমধ্যেই দেশের ডাক্তারদের জন্য ২০ লাখ টাকার চিকিৎসা সামগ্রী প্রদান করা হয়েছে বলেও জানা যায়।

সাকিব জানান,  এই ব্যাটটা নিলামে তুলে যদি একটা জীবনও বাচানো যায় তবে তার চেয়ে ভালো কিছু আর হতে পারে না।’

নিলাম শেষে সাকিবের সঙ্গে লাইভে যোগ দেন নিলামে জয়ী রাজ। তিনি আমেরিকার নিউজার্সিতে অবস্থান করছেন বলে সেখানে জানান। শেষ দিকে সাকিব তাকে করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে দেখা করার প্রস্তাব দেন। এছাড়াও সাকিব জানায় ভবিষ্যতে নিজের ক্রিকেটীয় জীবনের ব্যবহৃত অন্য কোনো সরঞ্জাম নিয়ে মানুষের প্রয়োজনে নিলামে তুলবেন।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়