Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১৪ নভেম্বর ২০২৫,   কার্তিক ৩০ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২৩:৪৪, ২৯ এপ্রিল ২০২০

মাঠে থুতু ফেললেই হলুদ কার্ড!

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বর্তমান বিশ্বের জনপ্রিয় খেলা ফুটবল। ক্লাব ফুটবল থেকে শুরু করে আন্তর্জাতিক, সব ক্ষেত্রেই ফুটবলারদের খেলার মাঝে মাঠেই থুতু ফেলেন। বর্তমানে করোনাভাইরাসের কারণে ফুটবল খেলা বন্ধ। নতুন করে আবার যখন এই খেলা শুরু হবে, তখন থেকে হয়তো আর থুতু ফেলতে দেখা যাবে না ফুটবলারদের। যদি কেউ খেলার মাঝে এই কাজ করেই বসেন, তবে দেখানো হতে পারে হলুদ কার্ড! 

পৃথিবীজুড়ে আতংক সৃষ্টিকারী করোনাভাইরাস মানুষের মুখ, লালা, স্পর্শ থেকে ছড়ায়। মানুষের থুতুতে শুধু করোনাভাইরাস থাকে এমনটি নয়। আরো অগণিত ভাইরাস থুতু থেকে ছড়ালেও এতদিন বিষয়টিকে গুরুত্ব দেয়নি কেউ। তবে করোনার কারণেই এই ব্যাপারটি এখন সবার কাছে বেশ গুরুত্ব পাচ্ছে। 

করোনা পরবর্তী সময়ে খেলোয়াড়দের স্বাস্থ্য নিরাপত্তার বিষয়টি বেশ গুরুত্ব সহকারে ভাবছে ফিফা। এ কারণে মাঠে থুতু ফেললে সেটিকে অপরাধ হিসেবে গণ্য করার কথা ভাবছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। প্রয়োজনে নিষিদ্ধ করার কথাও ভাবছে তারা।

এ বিষয়ে ফিফার মেডিকেল কমিটির চেয়ারম্যান মাইকেল ডি’হোগে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলকে বলেছেন, ‘ফুটবলে থুতু ফেলা খুবই স্বাভাবিক ঘটনা কিন্তু এটা খুব অস্বাস্থ্যকর। ফলে আবার যখন খেলা শুরু হবে যে করেই হোক এটা বন্ধ করতে হবে।’

দীর্ঘদিনের অভ্যাসকে কিভাবে থামানো যাবে এমন প্রশ্নের উত্তরে এই কর্মকর্তা বলেন, ‘এটা থামানোর উপায় হতে পারে হলুদ কার্ড দেখানো। থুতু ফেলা ভাইরাস ছড়ানোর অন্যতম মাধ্যম। তাই পুনরায় খেলা শুরুর আগে এটা নিয়ে আমাদের সাবধান থাকতে হবে।

শুধু ফুটবল নয়, ক্রিকেটেও থুতু বা লালার ব্যবহার বন্ধের দাবি করেছেন অনেকে। বলে থুতু ব্যবহার করে বোলাররা বিশেষ সুবিধা পেয়ে থাকেন। করোনা পরবর্তী যুগে ফুটবল, ক্রিকেটসহ আরো অনেক খেলাতেই এমন পরিবর্তন আসলে অবাক হওয়ার কিছু থাকবে না।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়