Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১৪ নভেম্বর ২০২৫,   কার্তিক ৩০ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২৩:৪৫, ২৯ এপ্রিল ২০২০

‘বাইরে ঘুরলে এটাই তো হওয়ার কথা’

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

করোনাভাইরাসের এই সময়ে পৃথিবীর অন্য অনেক দেশের মতো লকডাউনে আছে ভারত। তবে এই মহামারির সময়েও লকডাউন ভেঙে বাইরে ঘুরছেন অনেকে। নিজের একটি ভিডিও পোস্ট করে এসব লোকদের সতর্ক করেছেন ভারতীয় ক্রিকেটার রবীন্দ্র জাদেজা। 

দশম আইপিএলে গুজরাট লায়ন্সের হয়ে খেলেন জাদেজা। সেবার মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে একটি ম্যাচে শেষ ওভারে দুর্দান্ত ফিল্ডিং করেন তিনি। ম্যাচ জিততে শেষ ওভারে ১১ রান প্রয়োজন ছিল মুম্বাইয়ের। প্রথম দুই বলে ৭ রান নিয়ে কাজটা সহজ করে রেখেছিলেন ক্রুণাল পান্ডিয়া। 

তবে চার বলে ৪ রান প্রয়োজনের সময় দুর্দান্ত থ্রো তে বুমরাহকে রান আউট করেন তিনি। এরপর ম্যাচের শেষ বলে মুম্বাইয়ের প্রয়োজন ছিল মাত্র এক রান। সে সময় ক্রুণাল পান্ডিয়াকে কয়েক সেন্টিমিটার ব্যবধানে রান আউট করে ম্যাচ টাই করতে বাধ্য করেন এই স্পিনার। 

এই রান আউট দুটির ভিডিও উল্লেখ করে জাদেজা লিখেছেন, ‘যখন আপনার ঘরে থাকা প্রয়োজন তখন বাইরে বিন্দাস ঘুরে বেড়াচ্ছেন। অনেক মজা করে সময় পার করছেন! তাহলে এটাই তো হওয়ার কথা।’

২০০৯ সালে অভিষেকের পর ভারতের হয়ে এখন পর্যন্ত ১৬৫টি ওয়ানডে ও ৪৯টি করে টেস্ট এবং টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন জাদেজা। ৪৩৯ উইকেট শিকারের পাশাপাশি ব্যাট হাতে ৪৩৩৮ রান করেছেন তিনি। তবে অলরাউন্ডার সত্ত্বার চেয়ে দুর্দান্ত ফিল্ডার হিসেবেই জাদেজা বেশি পরিচিত।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়