Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১৪ নভেম্বর ২০২৫,   কার্তিক ৩০ ১৪৩২

খেলা

প্রকাশিত: ১৩:০০, ৬ মে ২০২০

আজ মেসিদের করোনা টেস্ট

স্পোর্টস ডেস্ক: বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩৭ লাখ ২৬ হাজারের বেশি। মৃত্যু হয়েছে ২ লাখ ৫৬ হাজারের বেশি মানুষের।

স্প্যানিশ ফুটবল কর্তৃপক্ষ করোনাভাইরাসের কারণে মার্চে স্থগিত হওয়া ঘরোয়া ফুটবল মৌসুম আগামী জুনে শুরু করতে চায়। গত মঙ্গলবার স্পেনের লকডাউন শিথিল করার ঘোষণা দেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।

করোনাভাইরাসের কারণে স্পেন ও ইতালিতে আপাতত খেলাধুলা বন্ধ। খেলোয়াড়দের মাঠের অনুশীলনে ফেরার অনুমতিও দেন স্প্যানিশ প্রধানমন্ত্রী।

অনুশীলনে ফেরার প্রস্তুতি নিচ্ছে লা লিগার ক্লাবগুলো। তবে অনুশীলনের আগে করোনা পরীক্ষা করতে বলা হয়। নির্দেশনা অনুযায়ী ব্যক্তিগত পর্যায়ে প্র্যাকটিস শুরুর আগে অন্যান্য ক্লাবের মতো করোনাভাইরাস টেস্ট দিতে হচ্ছে বার্সেলোনা খেলোয়াড়দেরও।

বার্সেলোনা ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুশীলনের আগে বুধবার মেসিদের করোনা টেস্ট করা হবে। রিপোর্ট হাতে আসার পরই আলাদাভাবে নিজেদের মতো করে অনুশীলনে নামার অনুমতি পাবে খেলোয়াড়রা।

কর্তৃপক্ষকে একটি প্রটোকল নির্ধারণ করে দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। তাতে খেলোয়াড়, কোচ ও স্টাফদের করোনা পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে।

লা লিগা কর্তৃপক্ষ জানিয়েছে, জুনের দিকে শীর্ষ দুই লিগের খেলা পুনরায় শুরু করার পরিকল্পনা তাদের। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে মার্চ থেকে বন্ধ স্পেনে সব ধরনের ফুটবল। খেলোয়াড় ও স্টাফদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে পুরোদমে খেলায় ফেরা নিয়ে স্পেনের শীর্ষ লিগ।

আইনিউজ/টিএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়