Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১৪ নভেম্বর ২০২৫,   কার্তিক ৩০ ১৪৩২

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৫:২৬, ৬ মে ২০২০

জুনের মধ্যভাগে মাঠে ফিরবে ইংলিশ প্রিমিয়ার লিগ

জুনের মাঝামাঝি সময়ে ইংলিশ প্রিমিয়ার লিগ শুরুর ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব। তিনি জানান, মানুষ শুধু কাজ নয়, আবারো আগের জীবনে ফিরে যেতে চায়। তাই মানুষের মনে প্রফুল্লতা ফিরিয়ে আনতে মাঠে খেলা শুরু হওয়া জরুরি। এ ব্যাপারে তবে, সব সতর্কতা অবলম্বন করে রুদ্ধদ্বার ম্যাচ হবে বলে জানান রাব।

যুক্তরাজ্যে করোনা ভাইরাসে দিন দিন বেড়েই চলেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। সবকিছু থমকে আছে আগের মতোই। এরই মধ্যে লকডাউন শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।

মহামারির কারণে দীর্ঘদিন ধরে বন্ধ আছে ইংলিশ প্রিমিয়ার লিগসহ যুক্তরাজ্যের সব ক্রীড়া ইভেন্ট। তবে কদিন ধরে গুঞ্জন শোনা যাচ্ছে জুনের মাঝামাঝি সময়ে আবারো মাঠে গড়াতে পারে ইংলিশ প্রিমিয়ার লিগ। এতদিন লিগের শীর্ষ ক্লাবগুলো অপেক্ষায় ছিল সরকারের সিদ্ধান্তের। এবার সরকারের পক্ষ থেকেও জানানো হলো প্রিমিয়ার লিগ শুরুর সম্ভাব্য সময়।

যুক্তরাজ্য পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব বলেন, আমার মনে হয় আমরা সবাই চাই আমাদের আগের জীবনে ফিরে যেতে। বাচ্চারা আবারো স্কুলে ফিরবে, আবারো খেলবে, ঘুরে বেড়াবে কোন সংকোচ ছাড়াই এই স্বপ্ন আমরা সবাই দেখি। মানুষের মনে প্রফুল্লতা ফিরিয়ে আনতে আবারো মাঠে খেলা ফেরাটা জরুরি। আমরা ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে এ ব্যাপারে কথা বলেছি। এরই মধ্যে সতর্কতা অবলম্বন করে অ্যাথলেট আর দলগুলোকে অনুশীলন শুরু করতে বলা হয়েছে। সংস্কৃতি মন্ত্রণালয়ের সঙ্গেও আমাদের কথা হয়েছে। যখন আমরা করোনা মহামারির দ্বিতীয় ধাপে পৌঁছব, তখন রুদ্ধদ্বার ম্যাচ কিভাবে আয়োজন করা যায় সে ব্যাপারে সতর্ক তারা। জুনের মাঝামাঝিতে খেলা শুরুর ব্যাপারে আমরা আশা করতে পারি।

সবকিছুর ঊর্ধ্বে জীবন। তাই খেলা মাঠে গড়ালেও, পর্যাপ্ত সচেতনতা অবলম্বন করার নির্দেশ দেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী। এছাড়া, ম্যাচের আগে খেলোয়াড়, কোচ ও ম্যাচ অফিশিয়ালদের করোনা পরীক্ষার ব্যাপারেও সতর্ক থাকতে বলেন রাব।

যুক্তরাজ্য পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব বলেন, 'যেকোন খেলা মাঠে গড়ানোর আগে সবার করোনা পরীক্ষা নিশ্চিত করা জরুরি। সেক্ষেত্রে দর্শক শূন্য স্টেডিয়ামে ম্যাচ হলে চাপ কমে যায়। আর অবশ্যই কোন ম্যাচ হওয়ার আগে স্বাস্থ্য কর্মীদের পরামর্শ ও পর্যাপ্ত সতর্কতা অবলম্বন নিশ্চিত করতে হবে।'

এদিকে ইপিএল আবারো শুরুর সম্ভাবনা তৈরি হলেও, এরই মধ্যেই মৌসুমের রেলিগেশন নিয়ে চিন্তিত ক্লাবগুলো।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়