Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১৪ নভেম্বর ২০২৫,   কার্তিক ৩০ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১১:৫৮, ৭ মে ২০২০
আপডেট: ১১:৫৯, ৭ মে ২০২০

ছয় সপ্তাহ পর করোনাকে জয় করে সুস্থ হয়ে উঠলেন পাওলো দিবালা

স্পোর্টস: ছয় সপ্তাহ করোনার সাথে লড়াই করে সুস্থ হয়ে উঠলেন জুভেন্তাস তারকা পাওলো দিবালা।

দিবালার সবশেষ ২ টি পরীক্ষার ফল নেগেটিভ আসায় তাকে করোনামুক্তির সার্টিফিকেট দেওয়া হলো।

বুধবার ছোট্ট এক বিবৃতিতে দিবালার সুস্থতার কথা জানায় সেরি আর পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা জুভেন্তাস- “সে সেরে উঠেছে। তাকে এখন আর হোম আইসোলেশনে থাকতে হবে না।”

এর আগে গত সপ্তাহে জানানো হয়েছিল, দিবালা ছয় সপ্তাহেও করোনামুক্ত হচ্ছেন না। তাকে আইসোলেশনে থাকতে হচ্ছে।

গত ২১ মার্চ দিবালা নিজেই ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে জানিয়েছিলেন, তিনি ও তার বান্ধবী ওরিয়ানা সাবাতিনি করোনায় আক্রান্ত।

দিবালা ছাড়াও করোনায় আক্রান্ত হয়েছিলেন জুভেন্তাসে তার দুই সতীর্থ ইতালিয়ান ডিফেন্ডার দানিয়েলে রুগানি ও ফরাসি মিডফিল্ডার ব্লেইস মাতুইদি। কিন্তু তারা অনেক আগেই সুস্থ হয়ে উঠেছিলেন।

ইতালিতে করোনাভাইরাসের প্রাদুর্ভাব অনেকটা কমে আসায় অনুশীলনে নামতে শুরু করেছে সেরি আর ক্লাবগুলো। ব্যক্তিগতভাবে অনুশীলন শুরু করেছে জুভেন্তাস ও আরও অনেক ক্লাব।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়