Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১৪ নভেম্বর ২০২৫,   কার্তিক ৩০ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১২:৪০, ৭ মে ২০২০

ভ্যাকসিন আবিষ্কার হলেই খেলা শুরু করা উচিত- রাহানে

স্পোর্টস: ভারতে ভালোভাবেই করোনা তার সংক্রমণ বিস্তার করছে। এমন অবস্থায় দেশটিতে চলছে লকডাউন। করোনা নিয়ন্ত্রণে আনার পরেই শুরু হবে সকল ধরণের কার্যক্রম।

এমন সময় দেশটির সকল খেলোয়াড় বাড়িতেই বসে সময় কাটাচ্ছেন। করোনা পরিস্থিতি আয়ত্তে আনতে পারলে নতুন করে খেলা শুরু হবে। 

এই ব্যাপারে ভারতের টেস্ট ক্রিকেটের সহ-অধিনায়ক আজিঙ্কা রাহানে বলেছেন, পুনরায় ক্রিকেট চালুর আগে ক্রিকেটারদের অন্ততপক্ষে একমাসের একটি যথাযথ প্র্যাকটিস সেশন করতে হবে ।

রাহানের কথায়, ‘যে পরিস্থিতি দাঁড়িয়েছে তাতে কোনোরকম প্রতিযোগীতামূলক ক্রিকেটে অংশ নেওয়ার আগে আমাদের অন্ততপক্ষে তিন থেকে চার সপ্তাহের একটি প্র্যাকটিস সেশন প্রয়োজন।’

প্রায় দু’মাস হতে চলল খেলা থেকে বাইরে রয়েছেন রাহানেসহ ভারতীয় ক্রিকেটাররা। করোনা পরবর্তী সময় কেমন হবে ক্রিকেট। তা নিয়ে চলছে জোর জল্পনা। রাহানেও মনে করেন করোনা পরবর্তী সময় ক্রিকেটারদের লাইফস্টাইলে এক বড়সড় পরিবর্তন আসবে।

এ সময়ই রাহানে বলেন, করোনার ভ্যাকসিন আবিষ্কার না হলে ক্রিকেটে ফেরা উচিৎ নয়। তিনি বলেন, ‘নিঃসন্দেহে আমি আমার ব্যাটিং খুব মিস করছি এই সময়। কিন্তু সত্যি বলতে করোনার ভ্যাকসিন আবিষ্কার না হলে ক্রিকেট চালু করা উচিৎ নয়।’

লকডাউনের এই সময়ে ফিটনেস ঠিক রাখতে তিনি যথাসাধ্য পরিশ্রম করছেন । ‘ট্রেনারের নির্দেশ মেনে আমি আমার ফিটনেস ট্রেনিং বজায় রেখেছি। ফ্রি ওয়েটের পাশাপাশি যোগাভ্যাসেও নিয়মিত সময় ব্যয় করছি।’

মাঠে ক্রিকেটারদের সেলিব্রেশন কেমন হবে সে বিষয়ে রাহানে বলেন, ‘আমার মনে হয় করোনা পরবর্তী সময় উইকেটের পর সেলিব্রেশনের ক্ষেত্রে পুরনো পন্থা অবলম্বন করবেন ফিল্ডাররা। তারা নিজেদের ফিল্ডিং পজিশনে দাঁড়িয়ে কেবল হাততালি দিয়েই সেলিব্রেশনে মাতবেন। হয়তো করমর্দনের জায়গা নেবে নমস্তে।’

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়