Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১৪ নভেম্বর ২০২৫,   কার্তিক ৩০ ১৪৩২

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৩:০৯, ৭ মে ২০২০

ইন্টারনেট মাতাচ্ছে ক্ষুদে এক মেসি!

ফুটবলের জাদুকর লিওনেল মেসির কৌশল হুবহু রপ্ত করেছে কেরালা রাজ্যের ১২ বছরের এক কিশোর। ওই কিশোরের বাড়ি মালাপ্পুরমে। গায়ে মেসি লেখা আর্জেন্টিনার জার্সি। গোল পোস্টের লক্ষ্য স্থির। কিন্তু আসলে লক্ষ্য আরও কঠিন। পোস্টে ঝোলানো রিং। তার মধ্যে দিয়েই গলিয়ে দিতে হবে বল।

নিজের হাতটি শরীরের পিছনে রাখল সে। হাত দিয়ে চুলটা ঠিক করে নেওয়া। তারপর অব্যর্থভাবে রিং এর ভিতর দিয়ে গলিয়ে দিল বল। গো......ল। ঠিক মেসির মতো।

কেরালার রাজ্যের এই কিশোরের গোল করার ভিডিও এখন নেট দুনিয়ায় ভাইরাল। ইন্টারনেট সেলেব্রিটি এখন এই কিশোর। ফ্রি কিকের জাদুকর মেসিই এই ছেলের অনুপ্রেরণা।

ক্যারিয়ারে ৬৯৭টি গোলের মধ্যে ফ্রি কিকে ৫২ গোল মেসি করেছেন। তাই-তো সেই কৌশলটা একাগ্র চিত্তে শিখে নিচ্ছে মেসি-ভক্ত মিশাল আবোলাইস।

এই ভিডিওটি প্রথমে অল কেরল সেভেন ফুটবল অ্যাসোসিয়েশনের ফেসবুক পেজে আপলোড করা হয়। তারপরই শেয়ারের পর শেয়ার। এখন এই ভিডিও ইন্টারনেটে ভাইরাল। প্রচুর প্রশংসা এখন তার ঝুলিতে।

মিশাল কাট্টুমুন্ডা গভর্নমেন্ট ইউপি স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র। দাদা ওয়াজিদের অনুপ্রেরণাতেই ফুটবল খেলা তার। সেই দাদারই করা ভিডিওই এখন চিনিয়েছে তাকে।

আইনিউজ/এইচএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়