Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১৪ নভেম্বর ২০২৫,   কার্তিক ৩০ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১২:১২, ৯ মে ২০২০

সামাজিক দূরত্ব বজায় রেখে বার্সেলোনার খেলোয়াড়রা অনুশীলনে

স্পোর্টস: মাঠে অনুশীলনে ফিরেছেন স্প্যানিশ ক্লাব বার্সেলোনার বিশ্ব তারকা খেলোয়াড়রা। করোনাভাইরাসের কারণে সকল ধরণের খেলাধুলা বন্ধ ছিল। শুক্রবার তাই অনুশীলনে আসেন বার্সা তারকারা।

তবে অনুশীলন করেছেন স্বাস্থ্যবিধি মেনে, সামাজিক-শারীরিক দূরত্ব বজায় রেখেই। শুক্রবার হুয়ান গাম্পার স্পোর্টস কমপ্লেক্সে অনুশীলন করেছেন লিওনেল মেসি, লুইস সুয়ারেজ, জেরার্ড পিকেরা ।

স্পোর্টস কমপ্লেক্সের তিনটি মাঠ ব্যবহার করেছে বার্সেলোনা যাতে সবাই সামাজিক দূরত্ব বজায় রেখে অনুশীলন করতে পারে।

গত বুধবার করোনাভাইরাস পরীক্ষার মধ্যে দিয়ে শুরু হয়েছিল লা লিগার খেলোয়াড়দের মাঠে ফেরার প্রক্রিয়া। বার্সেলোনার সকল খেলোয়াড়ের করোনা রিপোর্ট নেগেটিভ আসায় সবাইকে অনুশীলনের অনুমতি দেওয়া হয়েছে।

পুরো ক্যারিয়ারে হয়তো প্রথমবারের অনুশীলন চলাকালীন কিংবা শেষে সতীর্থদের সঙ্গে কথা বলা বা হাত মেলাতে পারেননি খেলোয়াড়রা। অনুশীলন শেষ করে সবাই যার যার গাড়িতে করে ফিরে গেছেন নিজ নিজ বাসায়।

আগামী ১৬ মে থেকে শুরু হওয়ার কথা রয়েছে জার্মান ফুটবল লিগ বুন্দেসলিগা। তবে স্প্যানিশ লা লিগা এত তাড়াতাড়ি শুরুর কোন সম্ভাবনা নেই।

মার্চে স্থগিত হওয়ার আগে লিগের ২৭ রাউন্ড শেষে ৫৮ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছিল বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। তাদের চেয়ে ২ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়