Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১৪ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৯ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৫:২৩, ৯ মে ২০২০

`এ যুদ্ধে আমরা হারব না কিছুতেই`- তামিম

স্পোর্টস: করোনাভাইরাসের কারণে সব ধরণের খেলাধুলা বন্ধ। এমন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে সতীর্থদের সঙ্গে নিয়মিত লাইভে আসছেন তামিম ইকবাল।

সবশেষ লাইভের  সময় করোনাভাইরাসে আক্রান্ত একজন চিকিৎসকও উপভোগ করছিলেন। সেটা  জানতে পেরে ফেইসবুকে পোস্ট দিয়ে তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক।

করোনা আক্রান্ত চিকিৎসকের নাম খাইরুল হাসান জুয়েল। তিনি  ময়মনসিংহের হালুয়াঘাটে কাজ করেন। শুক্রবার রাতে তাসকিন আহমেদ ও রুবেল হোসেনকে নিয়ে ফেইসবুকে তামিমের লাইভ শো চলার সময় ডাক্তার জুয়েল লিখেন- “আমি একজন চিকিৎসক, করোনা আক্রান্ত। আমি এই অনুষ্ঠান খুব উপভোগ করি। অনেক ধন্যবাদ তামিম।” 

চিকিৎসকের এই মন্তব্যটি তামিমের চোখে পড়ে । পরে বিষয়টি নিয়ে নিজের ভেরিফাইড ফেইসবুকে পোস্ট দেন দেশ সেরা এই ব্যাটসম্যান।

তামিম লিখেছেন- “ডা. খাইরুল হাসান জুয়েল। করোনা-যুদ্ধে সামনের সারির সৈনিক। এখন নিজেই করোনা ভাইরাসে আক্রান্ত এ চিকিৎসক। নিজের এ কঠিন সময়ে তিনি ‘তামিম ইকবাল লাইভ’ দেখার কথা জানিয়েছেন আজকের প্রোগ্রামের কমেন্টস বক্সে।”

“তাতে আমি খুঁজে পেয়েছি এ অনুষ্ঠানের সার্থকতা। কারণ ভীষণ কঠিন এ সময়ে মানুষকে কিছুটা বিনোদন দেবার উদ্দেশ্যেই তো সতীর্থদের নিয়ে করছি ধারাবাহিক লাইভ। যেন সবাই মিলে আড্ডায় যতটা সম্ভব ভুলে থাকতে পারি দুঃসময়।”

“আমি বিশ্বাস করি, ডা. জুয়েল সুস্থ হয়ে উঠবেন শিগগিরই। “এ যুদ্ধে আমরা হারব না কিছুতেই।”

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়