Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১৪ নভেম্বর ২০২৫,   কার্তিক ৩০ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১২:১৮, ১০ মে ২০২০

করোনা যোদ্ধাদের পাশে এবার বিরাট-আনুশকা

স্পোর্টস: ভারতে করোনাভাইরাস সংক্রমণ রোধে ৩য় ধাপে চলছে লকডাউন। এমন অবস্থায় সবার নিরাপত্তা নিশ্চিতে মাঠে দিনরাত খাটছে পুলিশ।

সেই পুলিশদের সাহায্য করতে এগিয়ে এসেছেন অনেকেই। দেশটির তারকা থেকে খেলোয়াড় সবাই বিভিন্ন ভাবে সাহায্য করছেন করোনা লড়াইয়ের সামনের সারির এই যোদ্ধাদের।

এবার এই তালিকায় যুক্ত হলেন ভারতীয় ক্রিকেট দলের বর্তমান অধিনায়ক বিরাট কোহলিও। শুধু একাই নন এসব মহৎ কাজেও তার সঙ্গে রয়েছেন জীবনসঙ্গিনী আনুশকা শর্মা। 

করোনাভাইরাস মহামারীর মধ্যে কোহলি ও আনুশকা উভয়ে পাঁচ লাখ করে মোট ১০ লাখ রুপি দান করেছেন পুলিশ কল্যাণ তহবিলে। শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন মুম্বাই পুলিশ কমিশনার পরম বীর সিং ।

তিনি এক টুইট বার্তায় বলেছেন, ‘মুম্বাই পুলিশ সদস্যদের কল্যাণের জন্য ৫ লাখ করে অনুদান দেয়ায় কোহলি ও আনুশকাকে ধন্যবাদ। আপনাদের এই অবদান করোনাযুদ্ধের সম্মুখযোদ্ধাদের নিরাপদ রাখবে।’

এদিকে দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ৬৩ হাজার । এর বিপরীতে মারা গেছেন ২১০৯ জন ।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়