Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১৪ নভেম্বর ২০২৫,   কার্তিক ৩০ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১২:৫২, ১০ মে ২০২০

বিশ্বকাপজয়ী জার্সি দান করে অসহায় মানুষের পাশে ম্যারাডোনা

স্পোর্টস: ১৯৮৬ সালের বিশ্বকাপে দেশকে জিতানোর সময় পরা ১০ নম্বর জার্সি দান করছেন আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা। 

করোনাভাইরাসের কারণে সংকটে পড়া মানুষদের সাহায্য করার জন্য নিজের অতিমূল্যবান এই  রেপ্লিকা দিয়ে দিলেন ম্যারাডোনা।

এই জার্সি বিক্রি থেকে পাওয়া অর্থ দেওয়া হয়েছে চলমান লকডাউনের কারণে কঠিন পরিস্থিতে পড়া বুয়েন্সআয়ার্সের উপকণ্ঠে বাস করা দুস্থদের। দান করা জার্সিতে ম্যারাডোনা অটোগ্রাফ দিয়ে লিখেছেন- “আমরা কঠিন এই পরিস্থিতি কাটিয়ে উঠব।”

প্রথমে জার্সিটি নিলামে তোলার কথা ছিলো , কিন্তু পরে র‍্যাফেল ড্র’তে তা বিক্রি হয়। জার্সি বিক্রি করা অর্থ দিয়ে অসহায়দের জন্য কেনা হয়েছে স্বাস্থ্য সামগ্রী, মাস্ক ও প্রায় এক শ কেজি খাদ্য দ্রব্য।

ম্যারাডোনার এই অনুদানে এক বাসিন্দা  বলেছেন, “দিয়েগো আপনি কল্পনা করতে পারবেন না, আপনি কত বড় উপকার করেছেন। আমি আমরণ তার প্রতি কৃতজ্ঞ থাকব।”

আর্জেন্টিনায় এর মধ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৭০০ ছাড়িয়েছে এবং মৃত্যু হয়েছে ৩০০ জনের ।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়