স্পোর্টস ডেস্ক
সাকিবের ফাউন্ডেশনের উদ্যোগে মাগুরা জেলায় ত্রাণ বিতরণ
করোনাভাইরাসে প্রার্দূভাবের কারণে কর্মহীন হয়ে পড়া অসহায়দের সাহায্য করে যাচ্ছে বিশ্বসেরা অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসানের ফাউন্ডেশন।
নিজের ফাউন্ডেশনের সংগৃহীত টাকা দিয়ে নিজের জেলা মাগুরায় অসহায় মানুষদের সাহায্য করে চলেছেন ।
সামাজিক দূরত্ব বজায় রেখে প্রতিদিন রাতে সাকিবের বাবা মাশরুর রেজা ও শহরের কিছু উদ্যমী তরুণ ত্রাণ বিতরণ কাজ করে যাচ্ছেন।
জানা গেছে, সাকিব আল হাসান ফাউন্ডেশন বিভিন্ন ধাপে জেলায় ত্রাণ কার্যক্রম বিতরণ অব্যাহত রাখবে।
মাগুরা শহরতলীর পৌরসভার বিভিন্ন পাড়া-মহল্লা, নৃ-তাত্তিক গোষ্ঠী ও সদরের বিভিন্ন গ্রামে প্রতিদিন রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ বিতরণের কাজ চলছে। এ পর্যন্ত শহরের অসহায় ও দুস্থ মানুষের মাঝে ২ হাজার প্যাকেট ত্রাণ বিতরণ করা হয়েছে।
প্রতি প্যাকেটে প্রত্যেক পরিবারের জন্য ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি তেল, ১ কেজি লবণ, ১ কেজি ডিটারজেন্ট, ১টি সাবান, ২টি হ্যান্ডওয়াশ রিফিল প্যাক, ১ প্যাকেট টয়লেট পাউডার ও ৩টি করে মাস্ক দেওয়া হয়েছে।
মাগুরার ক্রীড়া সংগঠক বারিক আনজাম বারকি বলেন, ‘সাকিব আল হাসান ফাউন্ডেশন করোনা ভাইরাসের এ সংকটময় মুহূর্তে শুধু দুস্থ, অসহায় মানুষের পাশেই দাঁড়ায়নি, তারা মাগুরা জেলার অসহায় খেলোয়াড়দের দিকেও সহযোগিতার হাত বাড়িয়েছে।
সাকিব আল হাসানের বাবা মাশরুর রেজা জানান, ‘করোনাভাইরাসে আজ সারা দেশ সংকটময় পরিস্থিতিতে পড়ে গেছে। এমন মুহূর্তে মাগুরার অসহায় খেলোয়াড় ও গরীর-দুস্থদের পাশে সাকিব আল হাসান ফাউন্ডেশন কাজ করছে। আমি নিজেসহ একটি টিম করে প্রতিদিন রাতে প্রথমে পৌরসভার পাড়া-মহল্লায় অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ বিতরণ করছি।’
আইনিউজ/এসডিপি
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live
- ইংল্যান্ড বনাম আফগানিস্তান লাইভ খেলা
























