স্পোর্টস ডেস্ক
কোয়ারেন্টাইন সেন্টার বানানো হচ্ছে ওয়াংখেড়ে স্টেডিয়ামকে
ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৮৫ হাজার ছাড়িয়েছে। পাশাপাশি বাড়ছে মারা যাওয়া ব্যক্তির সংখ্যা।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম সকলের কাছে পরিচিত। তাই এবার এই স্টেডিয়ামকে ব্যবহার করা হবে এক মহৎ কাজে।
করোনাভাইরাসের সাথে লড়াইয়ে কোয়ারেন্টাইন সেন্টার বানানো হবে ওয়াংখেড়ে স্টেডিয়াম কমপ্লেক্সে।
শুক্রবার ব্রিহানমুম্বাই মিউনিসিপাল কর্পোরেশনের কাছ থেকে এ বিষয় নির্দেশনামূলক চিঠি পেয়েছে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ)। তাদের বলা হয়েছে, মুম্বাইয়ের দক্ষিণ অংশের নাগরিক প্রতিনিধিদের হাতে ওয়াংখেড়ে স্টেডিয়ামের সুবিধাদি বুঝিয়ে দেয়ার জন্য। যাতে কোয়ারেন্টাইন সেন্টার হিসেবে ব্যবহার করা যায় এটিকে।
সেই চিঠিতে বলা হয়েছে, জরুরি ভিত্তিতে হল, হোটেল, ক্লাব, কলেজ, ডর্মিটরি, জিমখানা- এসব প্রতিষ্ঠানের সুবিধাদি হস্তান্তর করে দিতে হবে। যেখানে কোভিড-১৯ সংক্রমিত মানুষজনের সংস্পর্শে এসেছেন কিন্তু করোনার কোন উপসর্গ নেই, এমন মানুষদের রাখা হবে।
এমসিএর এক জেষ্ঠ্য কর্মকর্তা জানিয়েছেন, এমন এক মহৎ উদ্যোগে অংশ না নেয়ার কোন কারণ নেই। তারা সানন্দে রাজি হয়েছে ওয়াংখেড়ে স্টেডিয়াম কমপ্লেক্স ছেড়ে দিতে। তিনি এটিও নিশ্চিত করেছেন যে, শুক্রবার মিউনিসিপাল কর্পোরেশনের চিঠি গ্রহণ করেছেন তারা।
ভারতে মোট আক্রান্ত ৮৫ হাজারের বেশি মানুষ। এর মধ্যে ১৮ হাজার মানুষই মুম্বাইয়ের।
আইনিউজ/এসডিপি
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live
- ইংল্যান্ড বনাম আফগানিস্তান লাইভ খেলা
























