Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১৪ নভেম্বর ২০২৫,   কার্তিক ৩০ ১৪৩২

ডেস্ক নিউজ

প্রকাশিত: ২০:৪৮, ১৯ মে ২০২০
আপডেট: ২০:৫৬, ১৯ মে ২০২০

আজ তামিমের আড্ডায় আসছেন ওয়াসিম আকরাম, সঙ্গে দেশের তিন তারকা

করোনাকালীন সময়ে মানুষের মনে খানিক আনন্দে দেয়ার উদ্দেশ্যে বাংলাদেশের ক্রিকেটার তামিম ইকবাল শুরু করেছেন ফেসবুক লাইভ সেশন ।

গত ২ মে থেকে শুরু হওয়া এ লাইভ সেশনটি এখন অনেক জনপ্রিয়তা পেয়েছে । শুরুর দিকে দেশি ক্রিকেটারদের নিয়ে করেছিলেন, কিন্তু গত বুধবার দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসিও এই আড্ডায় যোগ হয়েছিলেন।

পরে শুক্রবার তিনি এ লাইভে  আসেন ভারতের মারকুটে ওপেনার ও বর্তমান সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান রোহিত শর্মা। এর পরে নিয়ে আসেন ক্রিকেটের আরেক নায়ক বিরাট কোহলিকে।

সে ধারাবাহিকতায় এবার তিনি নিয়ে আসছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও বিশ্বের অন্যতম সেরা ওলরাউন্ডার ওয়াসিম আকরামকে।  আজ রাত সাড়ে ১০টায় তামিমের সঙ্গে ফেসবুক লাইভে যোগ দেবেন ওয়াসিম ।

সবার প্রথমে মুশফিকুর রহীমের সঙ্গে লাইভ করেছিলেন তামিম। পরদিন ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। শুধু মুশফিক বা রিয়াদ নয় মাশরাফি, তাসকিন, নাইমুর রহমান দুর্জয়, খালেদ মাহমুদ সুজন, হাবিবুল বাশার সুমন মুমিনুল হক, সৌম্য সরকার ও লিটন দাসকে নিয়েও লাইভ করেছেন তামিম।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়