Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১৪ নভেম্বর ২০২৫,   কার্তিক ৩০ ১৪৩২

ডেস্ক নিউজ

প্রকাশিত: ১২:৪৭, ২০ মে ২০২০
আপডেট: ১২:৪৮, ২০ মে ২০২০

‘বাংলাদেশের মাছের ঝোলের স্বাদ ভুলতে পারি না’

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সর্বকালের সেরা পেসারদের মধ্যে অন্যতম ওয়াসিম আকরাম। খেলোয়াড়ি জীবনে একাধিকবার বাংলাদেশ সফরে এসেছেন তিনি। এ দেশের মানুষের ভালোবাসা, অতিথিপরায়ণতায় মুগ্ধ হয়েছেন তিনি। বাইশ গজকে বিদায় বলার পরও ধারাভাষ্যকর হিসেবে মাঝেমধ্যেই বাংলাদেশে এসেছেন তিনি। এখানে তার বন্ধু-বান্ধবের সংখ্যাও কম নয়। 

বাংলাদেশ সফরকালে নানা পদের খাবার খাওয়ার সুযোগ হয়েছে। তবে তার মুখে এখনো যেন লেগে আছে বাংলাদেশের মাছের ঝোল।

মঙ্গলবার রাতে তামিমের সঙ্গে লাইভ আড্ডায় যোগ দেন ওয়াসিম আকরাম। এসময় আরো যুক্ত ছিলেন জাতীয় দলের সাবেক তিন ক্রিকেটার মিনহাজুল আবেদীন নান্নু, আকরাম খান ও খালেদ মাসুদ পাইলট। এসময় পাকিস্তানের বিশ্বকাপজয়ী এ ক্রিকেটার বলেন, ‘বাংলাদেশের মাছের ঝোলের স্বাদ কখনো ভুলতে পারি না।’ 

ভিডিওতে যুক্ত হয়ে ওয়াসিম বলেন, ‘আমি সবসময়ই বাংলাদেশে খেলা উপভোগ করেছি। আমি এ তিনজনের সঙ্গে খেলেছি, বিপক্ষে খেলেছি। বিশ্বাস করি মাঠে এবং মাঠের বাইরে আমরা সবসময় ভালো বন্ধু ছিলাম। কিন্তু এখন তুমি (তামিম) বাদে আমরা সবাই বুড়ো হয়ে গেছি।’

সাবেক এ গতিদানব বলেন, ‘খেলা ছাড়ার পরও বাংলাদেশে গিয়েছি। ধারাভাষ্য দিতে গিয়েছি। বাংলাদেশকে হৃদয় থেকে অনুভব করি এবং সত্যি বলছি বাংলাদেশ সব সময় আমার হৃদয়ের কাছে ছিল। এখানকার মানুষ, বৈচিত্র্য, খাওয়া-দাওয়া, ক্রিকেটার সব কিছুর আমি ভক্ত। বাংলাদেশের মাছের ঝোলের স্বাদ ভুলতে পারি না।’

আইনিউজ/এইচ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়