Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৮ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ৩ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৪৯, ২৪ এপ্রিল ২০২৩

সিলেটে ৫৫ শতাংশ বোরো ধান কাটা শেষ

আসছে ঝড়ের দিন। কাল বৈশাখীর আঁচ লাগার আগেই হাওরের ধান কাটা শেষ করবে চাষিরা। এজন্য প্রশাসন খুব তৎপর। কোথাও কোথাও এ নিয়ে মাইকিং করছে কৃষি বিভাগ।

কৃষি মন্ত্রণালয় জানায়, সিলেটে বোরো ধান কাটা হয়ে গেছে ৫৫ ভাগ, মৌলভীবাজারে ৭০ ভাগ, হবিগঞ্জে ৬৭ ভাগ, সুনামগঞ্জে ৭৩ ভাগ, কিশোরগঞ্জে ৫৮ ভাগ, নেত্রকোনায় ৭৭ ভাগ ও ব্রাহ্মণবাড়িয়ায় ৬৭ ভাগ। এখন পর্যন্ত হাওরে ৭০ ভাগ বোরো ধান কাটা হয়ে গেছে।

সোমবার (২৪ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে কৃষি মন্ত্রণালয়।

এবার চালের উৎপাদন লক্ষ্যমাত্রা ৪০ লাখ টন উল্লেখ করে মন্ত্রণালয় জানায়, হাওরভুক্ত ৭টি জেলায় এ বছর বোরো আবাদ হয়েছে ৪ লাখ ৫২ হাজার হেক্টর জমিতে। আর হাওর ও হাওরের বাইরে উঁচু জমি মিলে মোট বোরো আবাদ হয়েছে ৯ লাখ ৫৩ হাজার হেক্টর জমিতে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, শুধু সুনামগঞ্জেই এক হাজার কম্বাইন হারভেস্টারে ধান কাটা চলছে। এবার ধান কাটায় কোনো সমস্যা হবে না।

আইনিউজ/ইউএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ