Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২৬ জুলাই ২০২৫,   শ্রাবণ ১১ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৫৯, ৫ জুন ২০২৩

জাতীয় পার্টি থেকে সাবেক সাংসদ ইয়াহ্ইয়া চৌধুরীকে অব্যাহতি

জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়াকে দলীয় পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

আজ সোমবার (৫ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক এম এ রাজ্জাক খান।

তিনি বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তাকে আগে শোকজ করা হয়। তার জবাব সন্তোষজনক না হওয়া পার্টির মহাসচিব (মুজিবুল চুন্নুর) সুপারিশে পার্টির ভাইস চেয়ারম্যান পদ থেকে তাকে অব্যাহতি দেয়া হয়েছে।

রোববার (৪ জুন) এক বিজ্ঞপ্তিতে তাকে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে সম্প্রতি সিলেট সিটি করপোরেশন নির্বাচনে জাপার দলীয় প্রার্থী থাকলেও ইয়াহ্ইয়া চৌধুরী আওয়ামী লীগের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর পক্ষে প্রকাশ্যে আওয়ামী লীগের মঞ্চে নৌকার পক্ষে ভোট চান।

এ ঘটনায় ফুঁসে ওঠে সিলেট জেলা ও মহানগর জাতীয় পার্টি। এর প্রেক্ষিতে প্রথমে ইয়াহিয়কে শোকজ করা হয়।

আইনিউজ/ইউএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ