Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২৯ জুলাই ২০২৫,   শ্রাবণ ১৪ ১৪৩২

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি 

প্রকাশিত: ১৮:১৯, ১৭ জুন ২০২৩

কুলাউড়ায় মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও উপবৃত্তি প্রদান

মেধাবী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও চেক তুলে দিচ্ছেন ওসি) মো. আব্দুছ ছালেক। ছবি- আই নিউজ

মেধাবী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও চেক তুলে দিচ্ছেন ওসি) মো. আব্দুছ ছালেক। ছবি- আই নিউজ

মৌলভীবাজারের কুলাউড়ায় মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও এককালীন উপবৃত্তি দিয়েছে হীড বাংলাদেশ সিলেট অঞ্চল। সংস্থার মাইক্রোফাইন্যান্স কর্মসূচীর আওতায় ২০২২ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৪০ জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা ও মোট ১ লক্ষ ৭৪ হাজার টাকার উপবৃত্তি বিতরণ করা হয়।

শনিবার (১৭ জুন) সকালে হীড বাংলাদেশের কুলাউড়া শাখা অফিসের হলরুমে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

হীড বাংলাদেশ সিলেট অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মো. দীল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক। 

হীড বাংলাদেশ কুলাউড়ার শাখা ব্যবস্থাপক মো. নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সমৃদ্ধি কো-অর্ডিনেটর আমিনুল ইসলাম, হীড বাংলাদেশের সিলেট অঞ্চলের কৃষি কর্মকর্তা সোহেল শিকদার প্রমুখ।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ